ছবি গৌতম মাহাতো
নিরপেক্ষ নই
যদি ভালোবাসো
নতজানু আমি, মুকুট খুলে রাখবো আমার
তোমার পায়ের কাছে।
যদি ঘৃণা করো
একটি ফুল
আমি রেখে দেবো
তোমার হৃদয়ের ফুলদানিতে।
ভালোবাসায় মুগ্ধ হই
ঘৃণায় আমি শুদ্ধ হই।
— দুটি পক্ষেই আছি আমি।
কোনো পক্ষেই নেই
ভালোবাসার নীল রহস্যে
আমি তেমন নিরপেক্ষ নই।
————-
নারী মানেই আত্মপরিচয়
নারী একমুঠো ফুল
অনুপ্রেরণার আগুন অনাবিল।
নারী মানেই নদী
এপার ওপার সম্পর্কের সেতু।
নারী মানেই মাটি
অযুতবর্ষের সহিষ্ণুতায় ফসলের ভালোবাসা।
নারী তো আকাশ
নক্ষত্র আর সূর্যের
সন্ধি ও সমাসে আনে সকাল
সন্ধ্যার প্রসন্নতা।
নারী মানেই ঋতুবতী
গ্রীষ্ম থেকে বসন্ত
বিচিত্র সু্ন্দরের রূপকথা।
নারী মানেই
তোমার আমার আত্মপরিচয়।
নারী মানেই
জন্ম – স্বপ্ন, স্মৃতি – প্রেম,
জল আলো হাওয়া
সান্ত্বনা আর শুশ্রূষার
অনিবার্য রূপ রূপান্তর।
নারী মানেই এই পৃথিবীর রঙিন মলাটে
আমাদের আত্মপরিচয়।
————–
আসে দিন জন্মদিন
দিন আসে রাত যায়।
জন্মদিন আসে যায়।
সময়ের নদীতে
জোয়ার ভাটায়
একা মাঝি গান গায়
বৈঠা বায় – – – – – – – –
হাওয়ায় হাওয়ায়
দিন যায় আসে রাত
জন্মদিন আসে যায়।
জীবনের পদাবলী
— শুভরাত সুপ্রভাত
সুপ্রভাত শুভরাত।
————
আর আমার ইন্তেজার
তিনটি সাদা খরগোশ
সবুজকালো একটি পাখি
কয়েকটা গোলাপগাছ
একটি কানা বাদামী বিড়াল
ধূলোপড়া পুরনো গিটার
কাঠের সিংহাসনে মা কালীর পায়ের নীচে পেতলের ছোট্ট প্রদীপ
দাড়িকামানোর সেফটিরেজার
নরম তুলতুলে একমুঠো একটি তোয়ালা
আমার স্নানের ঘর
কয়েকটি কবিতার উদ্ধৃতি
আর আমার ইন্তেজার
তোমার জন্যে – – –
হতে পারে স্মৃতি স্বপ্ন সময় প্রেম
আর আমার একান্নবর্তী নির্জন আকাঙ্খা।
ফিরে যাওয়া সমুদ্রের গল্পে
খুঁজে পাওয়া চিরুনির অভ্যাসে
জ্বলে আর নেভে একটি জোনাকি।
———–
চাপ
বাজারে ফুলের দাম আকাশছোঁয়া
কি দারুণ ঊর্ধ্বচাপ
উঠে নাভিশ্বাস।
পকেটে নিম্নচাপ
সামলাই কি ক’রে
কি গভীর দারুণ দীর্ঘশ্বাস।
দিনেদিনে বেড়ে যায় চিনি
আর রক্তচাপ।
রাজনীতিতে নাগরিকত্ব
কি ভীষণ পার্শ্বচাপ
দোটানায় পড়ে গেছে
আশা ও আশ্বাস।
চাপে চাপে বাপ বাপ
উত্তেজনা খুলছে খাপ
চোখে ঘুম অভিশাপ
ফণা তুলে আছে সাপ
চা দাও চিনি ছাড়া
লিকার কড়া আরো এক কাপ।
গরমাগরম চুমুক দিয়ে
ব’সে থাকি চুপচাপ।
————
কো কি ল
অন্যের বেলায় তিলকে করি তাল
নিজের বেলায় তালকে করি তিল
সুযোগ বুঝে স্বার্থপর
বন্ধ দরজা খোলে
আবার খোলা দরজা বন্ধ ক’রে
দেয় তুলে সে খিল
কাক দেয় পাহারা
কাকিনী দেয় ডিমে তা
পাতার ছায়ায় মুচকি হাসে
বেহায়া এক কোকিল
বাহবা বাহবা বাঃ!!!!!!!!!
★★★