শ্রী দুর্গাশঙ্কর দীর্ঘাঙ্গী–র
চন্দ্রকোনার হারিয়ে যাওয়া ছোট ছোট ইতিহাস নিয়ে
ছবিঃ গৌতম মাহাতো
মেদিনীপুরের ভুলে যাওয়া ইতিকথা
পর্ব-৩০
বাংলার ইতিহাস( The
History of Bengal)
1. The History of Bengal Publication Committee:
এত লেখার মধ্যে আমরা যেটা উপলব্ধি করতে পারি এই ধরনের একটা বই edit, print এবং publish করেউৎসাহীপাঠককুল,গবেষক, ঐতিহাসিক, সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাছে তুলে ধরা খুবই কঠিন কাজ ছিল। আমরা যখন বিভিন্ন
বিষয়ে লিখব, ঠিক ঐতিহাসিক ঘটনাকে জানব
আমাদের অনুসন্ধিৎসু মনের জিজ্ঞাসা বেড়ে যাবে।
একটা দেশ, জাতি, সমাজ কি ভাবে তৈরি হয়েছিল তার analysis, তথ্য, সমসাময়িক ঘটনা তুলে ধরা।
ড: রমেশ চন্দ্র মজুমদার মহাশয় বা যাঁরা প্রতি
বিষয়ে লিখেছেন তাঁদের অক্লান্ত পরিশ্রম বিফলে
যায় নি কারণ বইটি আবার print করতে হয়েছিল। এই বইটির Publication Committee
সহযোগী সমস্ত লেখক, পুরাতত্ব বিভাগ, বিভিন্ন
মিউজিয়াম বা অন্যান্যদেরকে শুভেচ্ছা জানিয়ে দেন।
“The thanks of the Committee are also
due to various persons and institutions
for the help rendered by them in the publication of the work. Rao Bahadur
K. N. Dikshit M. A., F. R. A. S. B., Director
General of Archeology in India has most
generously lent free of charge in the block
Preserved in his department and also supplied prints of negative at the usual cost. With his kind permission, the superintendent, Archeological Survey, Eastern Circle, Calcutta, have rendered all
facilities for the study of the sculptures and taking photos wherever necessary. We
take this opportunity to offer the Director General and the members of his Department our most greatful thanks for the very valuable services rendered by them. The authorities of Ashutosh m Museum of Indian Art, Calcutta University,
Vangiya Sahitya Parishad, Royal Asiatic Society of Bengal, Indian Society of Oriental Art, Dacca Museum, Greater India
Society and Indian Science News Association, and Messrs. O. C. Ganguly,
N. K. Bhattasali, J. N. Banerjee and S. K.
Saraswati have lent us free of charge
blocks and photos in their possession and
we offer our heartfelt thanks for the readiness with which they have offered their co-operation.
We wish we could say the same thing about the Varendra Research Social of
Rajshahi…..
Reference: The History of Bengal, vol- Hindu period. Edited by
Dr. (Professor)R. C. MAJUMDAR
ক্রমশঃ…