ছবিঃ গৌতম মাহাতো
বসন্ত যাপন
এলো বসন্তের ডাক
আমি তৈরি
ইচ্ছে খুশি যেদিক সেদিক
খুঁজি আর শুনি
হৃদয়ে বসন্ত প্রেম যাপন।
————–
ধ্যান শরীরে
একটা দেওয়াল আর একটা মাটির দেওয়ালে
সামনে উঠোন
উঠোনের বিপরীতে
অসমতল মেঝে
অস্পষ্ট আঁধারে
চিটচিটে মাদুরে
কয়েক’শো হাজার রাতে
ধ্যানমগ্ন শরীরে শুয়ে
আমার মা।
————-
বিষন্ন অবসাদ
কিছুই ভালো লাগে না
বেসুরো বাজে আমার মনে
বাধাপ্রাপ্ত কিছু সংবাদ
ভুতুড়ে বাতাসে ঘুরপাক খায়
কাদাটে রাস্তায়
রোদ চমকায়
বিষন্ন অবসাদে।
————–
কবিতা লেখার শূন্য ঘর
কতবার তাকিয়ে ছিলাম
একবার পূবে আর একবার পশ্চিমে
নতুন একটা পেন ছিলো হাতে
বারবার স্পর্শ করতাম তোমার দেওয়া সাদা খাতায়
যেখানে ছড়িয়ে তীব্র আলোর দ্যুতি
সুর্যের ভেঙে যাওয়া গলিত কুসুম সন্ধ্যা
একেবারে নিজের
এই শূন্য ঘর
যেখানে আমি এবং আমার
শব্দের আভরণে কবিতা।
————–
নামকরণ
প্রতি নামকরণে
মুখপথের নিশানা
ভিন্নমত পুরনো দিশা
কেবলই উঠে আশা
অদলবদল উলোটপালোট
বিষয় বিচারে
বইপাঠে একাকার স্বর, শব্দে
নামকরণ জেগে থাকে
ভিন্নভিন্ন অজুহাতে।
★★★