ছবিঃ গৌতম মাহাতো
ফিরে এসো একটিবার
চলে গেছো সে ভালো,
তবু যদি সময় পাও
একবার দেখে যেও
কীভাবে সাজিয়ে রেখেছি আমার উঠোন।
কীভাবে রোদ মেখে বসে আছি
বসন্তের সকালে।
যে পথের ধারে ছিল প্রেম
যে গানের ভেতর তুমি ভেসে ওঠতে
সেই গান গাইছি বসে।
পলাশের ঠোঁটে ঠোঁট রেখে
আলিঙ্গন করতে করতে নেমে আসে
চোখে জল।
এই জলে যদি তুমি ভিজতে একটিবার
সারা শরীর জুড়ে নেমে আসত
ভালোবাসার জ্বর।
একবার এসো
এত আলোর মাঝে কেন এতো অন্ধকার
এভাবে কী বেঁচে থাকা যায় বলো??
একবার এসো শুধু ভালোবাসবে বলেই
তোমার একটা চুম্বন আবার
আমার আমিকে জাগিয়ে তুলুক।।
_________
এভাবেই বেঁচে থাকুক প্রেম
যে কথাগুলো তোমাকে বলা হয়নি
সেই কথা গুলো বুকে জমাট বেঁধেছে বলে
কবিতায় লিখে যাই।
আজ বসন্তে নতুন রঙ আর গন্ধে
গলায় এনো নতুন কোনো সুর,
পাতা উল্টে দেখো না আর আমার নাম।
তবু জেনো আমি এখনও প্রেমিক,
মনে পড়ে তোমার আঙুলের ছোঁয়া,
বসন্তে সেই তোমার অপূর্ব রাঙামুখ।
কখনও আর আমাকে নিয়ে ভেবো না,
আমার লেখার মধ্যেই
আমার সেই লুকানো প্রেম খুঁজো,
বেঁচে থাকুক এভাবেই ভালোবাসা এই বুকে
বেঁচে থাকুক শব্দরা চারপাশে…
________
তুমি আছো তাই আমি আছি
বছরের শুধু একটা দিনটা নয়
প্রতিটি দিনেই আমি তোমাকে নতুন করে পাই
নতুন করে ভালোবাসি
প্রতিটি দিনেই তোমার কাছে
যোগ্য হয়ে উঠতে চাই আরো একটু….
আমি বলতে চাই আমার আকাশেও
তুমি না দেখলেও মেঘ থাকে
তবু আমি বিশ্বাস করি রোদ উঠবে…
আমি পাগলের মতো বেঁচে থাকতে চেয়েছি বলেই
প্রতিটি মানুষের ভিতর বেঁচে আছি
আমি ভালোবাসা দিই ব’লে
আমার সারা শরীরে লেগে থাকে
তোমার গন্ধ আছে, স্পর্শ..
তুমিই আমাকে তোমার মতো করে
গড়ে তুলেছ
তুমিই শিখিয়েছ ভালোবাসা আসলে কী,
কেমন করে ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হয়।
আজ বসন্তের আগমনে
আমি আবার নতুন করে বলতে চাই
তুমি আছো তাই আমি আছি
তুমি আমাকে তোমার বুকে দিয়েছো আশ্রয়।
________
অপেক্ষা
প্রেমহীন ধোঁয়াঢাকা এই শহরের আশেপাশে
কোথাও না কোথাও
আবার আগের মতোই পলাশ ফুটবে
তুমি আত্মহারা হয়ে
ছুটে যাবে বনে বনান্তরে–
একটু অপেক্ষা করো।
আমিও তো অপেক্ষায় আছি
বসন্তের রঙে আর মিষ্টি হাওয়ায়
ভালোবাসার কথা লিখব
গলা ছেড়ে গাইব গান…
একটু অপেক্ষা করো।
আকাশে রঙের সাথে
তোমার রঙ মিশে গেলে
আমার হৃদয়ে শূন্যতা বলে
থাকবে না আর কিছু,
অপেক্ষা আছে বলেই হয়ত
সবকিছু এখনও এত সুন্দর,
আর,
তুমি আছো বলে এখনও
এ পৃথিবী এত রঙিন….
________
এভাবেই বেঁচে থাকুক প্রেম
যে কথাগুলো তোমাকে বলা হয়নি
সেই কথা গুলো বুকে জমাট বেঁধেছে বলে
কবিতায় লিখে যাই।
আজ বসন্তে নতুন রঙ আর গন্ধে
গলায় এনো নতুন কোনো সুর,
পাতা উল্টে দেখো না আর আমার নাম।
তবু জেনো আমি এখনও প্রেমিক,
মনে পড়ে তোমার আঙুলের ছোঁয়া,
বসন্তে সেই তোমার অপূর্ব রাঙামুখ।
কখনও আর আমাকে নিয়ে ভেবো না,
আমার লেখার মধ্যেই
আমার সেই লুকানো প্রেম খুঁজো,
বেঁচে থাকুক এভাবেই ভালোবাসা এই বুকে
বেঁচে থাকুক শব্দরা চারপাশে…
★★★