★★★
ছবিঃ গৌতম মাহাতো
★পরস্পর★
বিকেলের অভিমান ঝরে যায়
একমুঠো বালির মতন,
সমুদ্রের কাছে যাই
দেখি নিচু হয়ে আছে তার স্বর
কথা নেই,আমাদেরও কথা নেই
পায়ের চিহ্নে খুঁজি নীরবতা
দু’জনে, পরস্পর
———-
★ রাগ ★
থমকে আছে বাঁশিটির ছায়া
যমুনার জলে
ওগো রাধিকাসুন্দরী,
তোমার শ্রীমুখের থেকে
সরে গেলে নিরাময় রোদ,
জানি গান ভেসে যাবে
একা মেঘে মেঘে
কদম্বের তলে…
——–
★শূন্যের ধ্বনি★
বেজে ওঠো
এ আলোর প্রাণে,
ফসলের ভেতর
যেমন বেজে ওঠে
নির্জন আকাশের গান,
ভিখিরির বুকে বুভুক্ষু মাটি;
বেজে ওঠো
তেমনই কোনও এক
সকালের রোদে
জীবন তো শূন্যের ধ্বনি
———–
★ স্মৃতি ★
রোদ মাখব বলে
গায়ে মেখেছি
উদাসীন ধুলো,
তুমিও পাখির মতো
ঠোঁট ডুবিয়ে দেখে নিলে আমার চোখে
কতটা ক্লান্তি ছিল, কতটুকু জল
শূন্যতা নেভা বিকেলের ভেতর
তোমার ডানার ওই শব্দটুকু
আমার সম্বল।
———
★সূর্যঘড়ি★
পথ চেনে না আমাকে
আমি তো ছায়ার সঙ্গে থাকি
মেঘ ফুঁড়ে রোদ উঠলে
বাড়ি যাই, একা একা সাইকেলে চেপে
মাথা ভর্তি ধুলো লাগে, লাল
ঘুম থেকে আমাকে তোলে সূর্যঘড়ি,
সকাল সকাল
———-
★ঋণ★
কেউ তো বলেনি কিছু,
নিঃস্ব হাত পেতে
আছি গোধূলির কাছে
দূরের অনন্তে
আমার স্বভাব তুমিতো জানো
নিজের ভেতর কেবলই
শূন্য হয়ে থাকি
কিছুটা ফুলের কাছে, পাখির কাছে
ঋণী এ জীবন
বিষণ্ণ, একাকী
★★★