সু ম ন বা ল্মি কী-র গুচ্ছকবিতা

পরিচিতিঃ সুমন বাল্মিকী হুগলির, কেওটা টায়ার বাগান বাজার। আট বাই আট ফুটের এক চিলতে ঘর। এখানেই পাতার পর পাতা স্বপ্ন বুনে চলেছেন সুমন। স্কুলের গন্ডিটুকুই পার হওয়া হয়েছে তার। পেট চালানোর জন্যে বাজারে সব্জি নিয়ে বসতে হয়। তারই মধ্যে চলে ছন্দ মেলানোর কাজ। . ছোটো-বড়ো নানান পত্রিকায় প্রকাশিত হয়েছে তার লেখা। জুটেছে পাঠকের প্রশংসা। লড়াই রয়েছে–কিন্তু কলম থেমে থাকেনি সুমনের। তার প্রথম এবং একমাত্র কাব্যগ্রন্থ –“লাইক দিচ্ছি মন খারাপে”। এমনই একজন মানুষের একগুচ্ছ কবিতা আজ বাইফোকালিজম্-র পাতায়।

সুমন বাল্মিকী-র গুচ্ছকবিতা

dream of ceyx and alcyone
মাত্র এই

সে যদি জলের লোক

কোনো সরোবরে দেখা হোক…

 

পাখি অনুবাদ

আমাদের শিবরাম হাসায়
মন এসে নয়ন কাঁদায়
কাঁদতে জানি। মানি না পাঁচিল
প্রকাশ করেছে গাঙচিল
ডানা খুলে , ডানা মুড়ে বই
উড়ে যায় বিদেশ বিভুঁই।
এই হল পাখি অনুবাদ
কে কাকে বাঁচায় জিন্দাবাদ ?
ঈশ্বরের বর্ণপরিচয়
ভাষাটাও রঙে তৈরি হয়
হয় হোক। মনে মনে বলি
ভাষাবিদ সুনীতিতে
দলে দলে চলি।

 

শাস্তি

না-লেখা কবিতা সব আমার
না লেখা কবিতা সব তোমার

না-জন্মানো সন্তানের কাছে
সাদা লেখা খাতা রাখা আছে

রাখা থাক! আয়োজন করে
কখন সে মনে মনে পড়ে।

আর যা যা লেখা এতদিন
কে নবীন বন্ধু , কে প্রবীণ

পাঠালাম বাংলাভাষা ছাদে
কবিতা লেখার অপরাধে…

 

রাক্ষস

ভাবি , তুমি মাংস রাঁধছ
ফোন করে যেই তার গন্ধটুকু দাও
হ্যাঁ এখুনি , খেতে বসি ভেবে
আরও দুটো রুটি চাইতে গিয়ে
চোখে পড়ে–চোখে মটরশুঁটি
ঘুরপাক খাছে সবুজ
আসতে বলছে , কাছে…

কী করে জেনেছ, এ শহরে
রাক্ষস লুকিয়ে আছে ?

 

 কাঠুরে

ভাবি , গাছ পোঁতা যাক
ফলবতী গাছ
ফল ধরবে , বসবে পাখি
ছায়া হবে–মাতৃস্নেহ ছায়া
হাত এসে হাতের ওপর
দানাপানি খাক

বুঝেছি কী ছাই
উপকারী জমি মায়া!
ফ্লাট হবে , হয়ত বা সড়ক–
রাস্তা দিয়ে ছুটবে গাড়িঘোড়া

বুকের ভেতর গাছ কেটেছি
এমনই কপালপোড়া

লেখা পাঠাতে পারেন
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *