র ক্তি ম ভ ট্টা চা র্য-র কবিতাগুচ্ছ

পরিচিতিঃ  জন্ম ২০জুন, ১৯৯৯, হুগলী জেলার ভদ্রেশ্বরে। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দত্ত কলেজ-ক্যাম্পাসে ইংরেজী-বিষয়ে স্নাতকোত্তর-পাঠরত। অল্প-বয়স থেকেই লেখালেখির ঝোঁক। প্রথমে কবিতায়, পরে মূলত গদ্যসাহিত্যে। বেশ-কিছু লিটল ম্যাগাজিনে লেখা-প্রকাশের পর বাণিজ্যিক পত্রিকায় পদক্ষেপ। প্রথম কবিতা “একদিন” সংবাদপত্রে, প্রথম গল্প “আনন্দমেলা”য়। লিখেছেন “এই সময়”, “যুগশঙ্খ” প্রভৃতি সংবাদপত্র ও “শুকতারা” প্রভৃতি পত্রিকায়

 

র ক্তি ম   ভ ট্টা চা র্য-র কবিতাগুচ্ছ

বোতল

ছিপি খুলতে পারলেই তুমি রাষ্ট্রনায়ক
প্যাঁচ কেটে গেলে
রাষ্ট্রবন্দী

 

ঘুম

 

ঘুম ভাঙলেই ভয়
ঘুম ভাঙলেই ভুল

যতক্ষণ স্বপ্ন
ততক্ষণ আকাশ

মাঝামাঝি শুধু অন্ধকারের দিগ্বিজয়ী প্রশ্বাস

 

মৈথুন

 

যতক্ষণ স্বস্তি
ততক্ষণই উদ্বেগ

ভুলের মাশুল

একাকার হয়ে যাওয়া ক্ষত

প্লেটোনিক প্রেম

বাকিটা পরেরদিন

ঘুষ

 

ঘুষ দেওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ
বাবার মুখাগ্নি করার থেকেও
অথবা, প্রেমিকার যোনির দিকে নিশ্চিন্তে তাকিয়ে থাকার থেকেও

ভূমিকম্পে পৃথিবী কাঁপে
ঘুষে শুধু বুক
হয়তো বা, শিরদাঁড়াও…

 

মাফলার

জড়িয়ে রেখেছ
বেঁধে রেখেছ
কাছে আসতে দাওনি শৈত্যপ্রবাহ
অথবা, চোরা রোদ

দূর থেকেই ফিরে গেছে বেতনভুক আকাশ
সাবধানে, অথবা, অতর্কিতে

 

লেখক-পরিচিতি

 

প্রথম পাতাটা খুলুন
শেষ পাতাটাও খুলুন
মাঝের পাতাগুলো মন দিয়ে পড়ুন

এখনও কিছু না-পেয়ে থাকলে শুধুমাত্র ব্লার্ব দেখতে এ-বই লিখিনি
যান, বন্ধ ক’রে শুয়ে পড়ুন

আমার যা বলার, আমাকে যা চেনার
সব ওই মাঝবরাবর অক্ষরবন্দী হয়ে আছে

লেখা পাঠাতে পারেন
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *