ঐতিহাসিক চন্দ্রকোণা

পর্ব-৬

  ** চন্দ্রকোনা হারিয়ে যাওয়া ছোট ছোট ইতিহাস নিয়ে
                               লিখছেনঃ-    দুর্গাশঙ্কর দীর্ঘাঙ্গী

          মেদিনীপুরের ভুলে যাওয়া ইতিকথা

 
                   ★ঐতিহাসিক চন্দ্রকোণা★

                                  পর্ব-৬

                      ছবিঃ গৌতম মাহাতো

ভানু রাজাদের নাম বীরভানু,হরিভানু, মিত্রভানু।
সূর্য্যভানু, সমসেন দুই রঘুনাথ, চৌহান চন্দ্রভানু।।
এদের আমলে পরস্পর আত্মকলহ ছিল।
তাহার মাঝে প্রজাগণ কত কষ্ট পেল।।
চৌহান আমলে চন্দ্রকোণার চতুর্দ্দিকে হৈল গড়খাই।”
………   …………  ………..

সবশেষ তিনি মুঘলদের অধীন হয়ে গেল। ।
এরূপে ৬০/৭০ বৎসর চলিল হীনতার পালা।
সে কি ভীষণ প্রাণান্তকারী নির্মম জ্বালা।।
১৬৫৮ খৃষ্টাব্দে’সুজা’ সুবে বাঙ্গালার হিসাব দেন।
‘মান্দারনের অন্তর্গত বরদা, চন্দ্রকোণা পেষা কোষের অধীন’।।
অবশেষে ১৬৫৯ খৃষ্টাব্দের ইতিহাস আইল।
সাজাহানের পুত্র সুজা বিতাড়িত হৈল।।
১৬৯৬ খৃষ্টাব্দে দ্বিতীয় রঘুনাথ সিংহের নেতৃত্ব।
চন্দ্রকোণাধিপতি চন্দ্রভানু সিংহ হৈল একমত।।
তাদের সাথে রহিম খাঁ, বরদার শোভা সিংহ যোগ দেয়।
সবে মিলি বর্দ্ধমান-রাজে পরাজিত করয়।।
‘কৃষ্ণরাম রায়’নিহত হৈল ঐখানেতে।
এইভাবে কিছু কাল কাটে কোনমতে।।
তারপর আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যে শৃঙ্খলা আনিল।
বাদশাহী ফৌজ দ্বারা কীর্ত্তিচাঁদ এদেশ জয় করিল।।
মহম্মদ শাহের নিকট হৈতে মহারাজাধিরাজ উপাধি পান।
চেতুয়া,বরদা, চন্দ্রকোণার মালিক হন।।
এরপরে একটানা চলিল লুটের রাজত্ব।
১৭৪১ সালে আইলা ভাস্কর পণ্ডিত।।
মেদিনীপুর সহ এদেশ কাড়ি লয় মুঘলদের হাত থেকে।
বার লক্ষ টাকা চৌথে ফিরে দেয় আলিবর্দ্দিকে।।
ধীরে ধীরে নেমে এল মুঘল সাম্রাজ্যে কৃষ্ণ যবনিকা।
১৭৫৭ খৃষ্টাব্দে পলাশী আঁকি দিল কলঙ্ক -কালী
রেখা।।
দুই শত বছরের ইতিহাস অতীব করুণ।
শাসন, শোষন, অত্যাচার আর নিপীড়ন।।
১৯৪৭ এর ১৫ ই আগষ্ট স্বাধীন ভারত হৈল।
পলাশীর হারান সূর্য্য আবার উদিল।।

** আসাম গভর্ণমেন্টের পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক
প্রকাশিত Baharistani ghayebi vol.I.p.130
এ লিখিত আছে যে, ” জাহানাবাদের সিকদার
ইতিমাম খাঁ চন্দ্রকোণা, বরদা ও ঝাকরার জমিদারদের মির্জ্জানাথের নিকট তলব করে আনেন, মির্জ্জা তাঁর অগ্রজ মুরাদকে ফৌজদার
করে বহু সৈন্য সামন্ত সহ পাঠিয়েছিলেন।

★তথ্য সূত্র : “ভগ্ন দেউলের ইতিবৃত্ত”
                 শ্রী কানাই লাল দীর্ঘাঙ্গী, চন্দ্রকোণা

                                                               
                                                            ক্রমশঃ….

  

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *