দুঃখানন্দ মণ্ডল-এর কবিতাগুচ্ছ




কবি দুঃখানন্দ মণ্ডলের কবিতাগুচ্ছ      

                   ★অনন্ত পথ ২★

যুদ্ধ আর জীবন কেমন যেন একটা সম্পর্ক
জীবনের জন্য যুদ্ধ বা যুদ্ধের জন্য জীবন
জটিলতাগুলো একত্রিত হয়ে উঠে
শক্তি বাড়ে শত্রুর।

জয় বা পরাজয় দুই শত্রুর হাতে
আমরা কেউ বলতে পারি না;
তুমি পরাজয় বরণ করো।
অস্বীকার করবে।
আসলে তারও জীবন অধুরা।
কেন না একসময় যুদ্ধ বন্ধ হয়
শূন্য জীবন বিস্তৃর্ণ মাঠ।

জীবন বা যুদ্ধ একটি অবয়ব রেখা
দেহতত্ত্বের সুর ভেসে বেড়াচ্ছে খোলা আকাশে।
             …………………..

                 ★পুরাতন সেদিন★

সময়টা মনে নেই; তবে ফাগুন ছিল মনে
কমেন্ট দেওয়া ফোনের রিসিভারটি আমার হাতে,
ছিল না কলারটোন, ভেসে আসতো একটা শব্দ,
কথা হয়েছিল; ভাষাগুলো মনে পড়ে না।

কয়েকটা সন তারিখ পেরিয়ে এসেছি
কিছু কথা ছিল তোমাকে বলার
বয়সের সাথে হারিয়েছি তোমার ডায়াল নম্বর
খুঁজেছি ফাগুনের কাছে…

ভাষাগুলো ঠিক খুঁজে নিবো রবি ঠাকুরের পাতায়
এটুকুই থাক তবে;তুমি আমার বসন্তপ্রেম।
                  …………………

              ★বিচ্ছিন্ন বৃষ্টি★

প্রতিদিন সকালে ঘুম ভাঙুক
কিন্তু সম্পর্ক না! ভাঙুক মনের গ্লানি।
থাক বৃষ্টি ফোঁটায় আনন্দের ছবি চাষীর চোখে
যাক হারিয়ে পুরানো কিছু স্মৃতি
বাকিটুকু নিয়ে বেঁচে আছি।
তুমি কি ভেবে নিয়েছো….?

ঘুম ভাঙার পর আজো আমার কথা মনে আসে তোমার
আসলে সম্পর্ক, একটি বন্ধন,
বিচ্ছেদের আগে কেন ভাবছো স্মৃতিকথা?

                                ……………….

                 ★আস্তরণ★

পুড়তে পুড়তে তুমি পুড়ে যাচ্ছো
নিঃশ্বাসে পোড়া গন্ধ নেই!

একটা আস্তরণ ঢেকে দিয়েছে শিশুর মুখ
 ভাসমান জলীয়বাষ্প হারিয়েছে তার রূপ!

ঢেউ জমা হতে হতে আগুন নিভে গেছে
উড়ে যাচ্ছে মেঘ–
শিশুর চোখে ক্লান্তির ঘুম নেমে আসছে!
         
               —————–

               ★হে প্রেম★

তুমি যাকে অপেক্ষা বলো
আমি তাকে অনুরাগ বলি।

তুমি যখন অনুরাগের মানে জানতে চাও
আমি প্রেমের কথা বলি।

তুমি প্রেমের মানে খোঁজও অনন্ত আকাশের দিকে
আমি তোমার তর্জনী ধরে বলি চলো।

 তুমি বলো তোমার হাতে উষ্ণতা আছে
আমি বলি তোমার চোখে রামধনু আঁকা।

তুমি দেখো রামধনুর মাঝে প্রেমের বৃষ্টিখেলা
আমি বলি খানিক পথ বাকি ঘর বাঁধার।

                          ——————-

        ★পুরানো হওয়ার আগে★

পরিচিত ব্যথা ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়
আঘাতের পর দ্বিতীয়বার মনে হয় না আঘাতের পরিমাণ।

একটি পথ সরলরেখা ছেড়ে ভিন্ন পথ ধরে
পরিচিত মুখগুলো নেই অপরিচিত যাত্রাপথে।

দেখা না হওয়ার বিষয়টি নাও থাকতে পারে
নতুন পথ,কিন্তু কথাগুলো খুব পরিচিত- পুরাতন ব্যথার মতো।

আমি এখন অন্ধকারে বৃষ্টি দেখি
আমি এখন তোমার জন্য নয়,বৃষ্টির কথা শুনি কান পেতে।

অভিনয়ের পর্দা সরে যাচ্ছে ক্রমান্বয়ে
মেকআপ তুলি শেষ করতে পারছে না প্রলেপরূপ।

সময়ের সাথে যুদ্ধ করছে দর্শক
তোমার সাথে দর্শকের দূরত্ব বেড়ে চলেছে তোমার                                                                 অলক্ষ্যে।

                                   ★★★

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *