★ দিনলিপি★
আমারও কিছু নিজস্ব বােধ আছে।এই যেমন- আমি বিশ্বাস করি না একটা মানুষকে আস্ত গিলে হজম করা যায়। সে অজগরও পারে না
মানুষ হজম করা সহজ নয়, তাও আবার আস্ত মানুষ
হেরে যাওয়া মানুষেরও থাকে এক জগৎ
সেখানে পৌঁছানাের অনুমতি নেই, তবে কেউ
যদি নত হয়, শরীর বাঁকিয়ে মাটির সঙ্গে মিশে যায়
কেউ যদি অন্ধ হয়ে যায় চিরকালের মতাে কিংবা
বধির-আজীবন কিছু শুনবে না বলে প্রতিজ্ঞা করে তাকে অনুমতি দেওয়া যেতে পারে।
আসলে মানুষের কাছে মানুষই পৌঁছাতে পারে অজগর নয়, তাও আবার আস্ত গিলে খাওয়ার মানসিকতা যদি তার থাকে।
————-
★একদিন★
এক একদিন শুধু ওঠে বেজে
অনন্ত বিষাদ ছুঁয়ে ফেলে আকাশ
আমরা ফের গাছের কাছে দাঁড়াব
নিজের কাছেও ফের
বৃষ্টি শেষের রাতে সরব হবে ধ্রুবপদ
বিষন্নতার জাহাজে গােপন ঢেউ
দাউদাউ জ্বলে পুড়ে ছাই হবে ছাপাখানা
আমরা ফের শাক্ত পদাবলী খুলে
আবিষ্কার করি ভক্তের আকুতি, নিজেকেও
হলুদবনের নক্ষত্রজাগা রাতে
প্রুফসংশােধনের এই আমাদের আঙুল
হয়তােবা খুঁজে পায় নির্বিকল্প আকাশ, একদিন…
—————
★দিনলিপি★
শব্দের অনুষঙ্গ। হতে পারে প্রলাপ। একটা সময়। তার আগে কিছু নেই। পরেও শূন্য। খণ্ড এক আয়ুর প্রতিমা। অন্ধকারে তার চোখ জ্বলে। মাথায় আগুন। সারা গায়ে ছাই । বাতাসে ছড়িয়ে পড়ছে মনখারাপ। মুখােমুখি দাঁড়িয়ে কে ওই । সমান্তরাল দুটো মানুষের লড়াই । অথচ উভয়েরই অন্তরে মায়া লু্ক্কায়িত। কী সহজ এই ওঠানামা। ওপর নিচ। যেন এক সিঁড়ি। জন্মসিঁড়ি । ওপর থেকে নেমে আসছে সময়। নিচ থেকে ওপরে যেখানে দাঁড়ানাে যায়, তার সব স্থানেই ওই এক। উঠে যাচ্ছে স্মৃতি। আশ্চর্য নততল। অতুলনীয়। কারণ এর আদি অন্ত নেই। এ যেন বর্ণধ্বনি শব্দ সমবায়। দিনলিপির কালযন্ত্রণা। কাল ঢুকে পড়ছে মহাকালে। এ সব প্রলাপ।শব্দের
অনুষঙ্গ। তা হোক..
————-
★সহজ কবিতা★
সকাল থেকে গান বাজে।
একা একা গান বেজে যায়।
আমরা শুনি, আমরা শুনি না।
কাজ বাড়তে থাকে, অজুহাত
বাড়ে, গান বাজে একা…
কাজের মধ্যে আমরাও একা
ঘরের মধ্যেকার বিষয় আশয়
বস্তু আকর্ষণ, ডাস্টবি, সবাই
আমাদের দিকে তাকিয়ে থাকে
আর বারবার অবাক হয়…
আমরা গানের পাশাপাশি
অথচ,কী নির্লিপ্ত
————-
★চক্র★
আকাশ কুসুম ভেবেছি চাকা।
মাদুর ঘরের উপমায়, সে তাে সত্য
সে তাে মিথ্যা। দিন ও রাত্রির আদল
আকাশ কুসুম ভেবেছি মায়া
পুড়েছে চোখ হৃদয় প্রতিমা
সেও কী মিথ্যা, সেও মিথ্যা!
দিন ও রাত্রির আদলে
চক্র,চক্রে বৃদ্ধি মৃন্ময়ী ও কান্না।
★★★