অ চি ন্ত্য রা য়-র গুচ্ছকবিতা

অ চি ন্ত্য  রা য়র গুচ্ছকবিতা

পরিচিতিঃ বিশাল গ্রহের ভেতর মানুষের এত হাহাকার, সেখানে পুঁথিগত পরিচয় না দেওয়াই ভালো, ওসব মাস্টার উকিল ব্যারিস্টার তকমা বয়ে মানুষের অপকারে লাগার থেকে বাপ মায়ের দেওয়া পরিচয়টুকুই যথেষ্ট… বাইফোকালিজমে আজ অচিন্ত্য রায়ের গুচ্ছ কবিতা

 

শুঁড়িখানার কবিতা (১)

হিজিবিজি গলিপথ
মউল সুরার ঝাঁঝ
ঘর ফেরা সেও মাতলামো

টলমল হাঁটুর ইশারায়
কথা বলে নেশাখোর হৃদয়

ঝাঁপি ফেটে বের হয় সাপ
বাজে বীন
নাচে গেরিভাঙ্গা গোখরো

আর নয়, অনেক হয়েছে
আলোর ফণার নীচে মৃদুস্বরে দোলা…

শুঁড়িখানার কবিতা (২)

ঝুপড়ি ঘর
দাওয়াতে ঝোলানো লণ্ঠন
মাটির হাঁড়িতে ফোটে
বাসি ভাত মদো গুড়ের
অসভ্য ইতর ঘ্রাণ,

বিভুলির কাম আঁচলের নীচে
টলে পড়ে, মাতাল পুরুষ।
মদে জলে জলে মদে বিষ জমে
হা’ভাতে মানুষের গায়ে
আগুনের হাত বোলায় শ্মশান….

শুঁড়িখানার কবিতা (৩)

যাপন, পাখির পালকের মতো
প্রতিদিন নতুনভাবে গজিয়ে ওঠে

সংঘাত আগুন উষ্ণতায়
আয়ুরেখা আকাশের দিকে হাঁটে

এভাবেই হাঁটতে হাঁটতে মানুষ
থমকে যায় শেষ সীমান্তে…

আনসাপটা কবিতা

এক

বারুদ পুষে রেখেছি বুকে
আগুন হলে চড়তে পাঠাবো
মৃত্যুস্নাত নরপিচাশের পৃথিবীতে…

দুই

আমি জল্লাদ দেখেছি
খাসিকাটা দোকানে
মানুষ খুনের প্রশাসন
আগে কোনদিন দেখিনি…

তিন

শয়তান আর ভগবানের মাঝে
যদি, কেউ থাকে
জেনো সে রাজনীতি
অথবা শাসকদল…

খুনি

রাষ্ট্র একদিন আত্মহত্যা করে
করতালিতে ভরে নেবে পকেট

ধ্বজাগুলোকে ঠারো করে দেব
নপুংসক জনতার নেতিয়ে পড়া লিঙ্গে

রাজনীতি বুঝি না তেমন।
কেবল এটুকু বুঝি-
শালা সব নেতা-মন্ত্রী এক একজন খুনি…

 

লেখা পাঠাতে পারেন
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *