ভিন্ন ভাষা ভিন্ন শপথের কথা –ভবেশ মাহাত

২১শের গদ্য

ভবেশ মাহাতর কলমে-

                                               

 ভিন্ন ভাষা ভিন্ন শপথের কথা

ফেব্রুয়ারি মাস এলেই হঠাৎ যেন মনে হয় আমি বাঙালি, আমার মাতৃভাষা বাংলা। অথচ বাকি সারাটা বছর নির্দ্বিধায় ভুলে থাকি আমার ভাষা। শুধু কথা বলি আর কথা বলি। আমাকে কেউ যেন ভুলিয়ে দেয় আমার ভাষা, কেউ মনে করিয়ে দেয় না আমার ভাষার
          আত্মপ্রতিষ্ঠার জন্য ঝরে যাওয়া রক্তের কথা। অথচ দেখুন বাড়ি থেকে বেরিয়ে আমি পৌছে যাচ্ছি আমার গন্তব্যে, কারুর মনে করিয়ে দেওয়ার প্রয়োজন হয় না বাজারের থলেটার কথা। 

মোর ভাষাটা মুই কইমু
কুন শালা কী কইবে,
কারো ভাষা মিশাইমুনি মুই
শুধু মোর ভাষাটা রইবে।

কী দৃঢ় প্রতিজ্ঞা দেখুন! নিজের ভাষায় কথা বলার সময় অন্য কোনো ভাষার সংমিশ্রণ ঘটাবে না। আজ ভাষা দিবসের দিন থেকেই আমদেরও শিক্ষা নেওয়া উচিত মাতৃভাষাতেই কথা বলবো।

          আসলে আমার মধ্যে তেমন তাগিদ কই যার কারনে আমি মাতৃভাষার অস্তিত্বের লড়াইয়ে সামিল হবো? আমি নিজে যখন কথা বলি তখন তো বাংলার সাথে বেশি পরিমাণে ইংরেজি বা অন্য কোনো ভাষা মিশিয়ে বলি, আমি সে বিচার করি না- ইংরেজরা ইংরেজি বলার সময় বাংলা মিশিয়ে বলে কী না। 

বাপ-কাকাদের ভাষা হামি
কেমন করেঁই ভুলি,
হামার ব্যাটাও উ ভাষাটাই
খেল্থ কুল্হি কুল্হি।

আর   কুড়মালি ভাষার মানুষও তার বাবা কাকাদের ভাষাকে ভুলতে রাজি নন, এমনকি সেই ভাষাতেই তাদের ছেলেরাও খেলাধুলা করে, তাই সেই ভাষাতেই তিনি থাকতে চান।

সুতরাং ছেলের কঠিন অসুখের সময় মা’কেই তো কাছে দাঁড়াতে হবে। তাই হে বন্ধু আসুন আজ ভাষা দিবসে হাতে হাত রেখে শপথ করি- কথা বলার সময় অকারণ অন্য ভাষার স্তাবকতা করবোনা, বাঁচবো বাঙালি হয়ে, মরবো বাঙালি হয়ে।

যে ভাষাতে ভাবতে পারি
আবেগ আমার যাকে ঘিরে,
সেই ভাষাটাই আমার ভাষা
তাকে ঘিরেই রক্ত ঝরে।

আমার ভাষায় বলবো কথা
রইবো না আর হ্যাংলা,
উচ্চঃশিরে বলবো আমি
যা শিখেছি বাংলা।

★★★

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *