প্রথম চুয়াড় বিদ্রোহ(1765-1767)–লিখছেন দুর্গাশঙ্কর দীর্ঘাঙ্গী

চুয়াড় বিদ্রোহের আগুন
                         নিয়ে লিখছেন দুর্গাশঙ্কর দীর্ঘাঙ্গী

                                                                                                 ছবিঃ গৌতম মাহাতো

                   প্রথম চুয়াড় বিদ্রোহ 
                           (1765-1767)
মেদিনীপুরের  কর্নগড় থেকে ঝালদা, পঞ্চকোটের আদিবাসীরা যেমন কুড়মি, গোন্দ,বাউরী,ভূমিজ ইত্যাদি সম্প্রদায়ের মানুষেরা তাদের অস্তিত্ব লড়াইয়ের(জল,জমিন, জঙ্গল)  জন্য বিদ্রোহ 
ঘোষনা করে ছিল।
To quell the insurgency in 1766, Graham, the Resident Commissioner,
Ordered Lt. Fergus on to occupy “Jangal Mahal”. বিভিন্ন জায়গায় যেমন চিআড়া ,নয়াবসন,বেলাইবেড়া, ঝাড়গ্রাম, জামবনি,লালগড়, কল্যাণপুর,ঘাটশিলা, পতাম্দা,ঝালদা এই সব সম্প্রদায়ের লোকেরা 
জমায়েত হয়েছিল । মেদিনীপুরের  রাণী শিরোমণি, 
 ঝাড়গ্রামের মল্লদেব অন্যান্য শাসকেরা (পঞ্চকোট, ধলভূমগড়, মানবাজার ) ইষ্ট ইন্ডিয়া কোম্পানির 
বিরুদ্ধে লড়াই করেছিলেন।
লায়েক বা নায়েকদের নেতা অচল সিং, বাউরি
বাগ্দিদের নেতা গোবর্ধন দিকপতি ও মুন্ডা ভৃমিজদের নেতা নিমাই  সরদার  ও অন্যান্য বিদ্রোহীদের ফাঁসিতে ঝোলানো  হয়েছিল ।
একটি ছড়া গানের মাধ্যমে গানটার মর্মার্থ জানতে 
পারি ।
      ” হাঁসা রাজার ছত্র সিং
          চরল অচল সিং
        গঙ্গানীর তৈয়ারে হো,ফাঁসি হেলাই
         ফাঁসি হেলাই গোবর্ধন 
         গোবর্ধনের সঙ্গতি নিমাই”
চুয়াড়দের নেতা অচল সিং ইংরেজদের বিরুদ্ধে  জোর আন্দোলন শুরু করেছিল।সমস্ত মল্লভূম 
জুরে যুদ্ধ শুরু হয়েছিল । গনগনির ডাঙ্গায়
বেলপাহাড়ির কাছে গোবর্ধন দিকপতি ও নিমাই
মাহাতোর ফাঁসি হয়েছিল ।
Interestingly the people living in sal boni, supur, jhargram, Dhalbhum, Phulkusm and
Manbazar have forgotten those historical events. But what is interesting is that people who were forced to migrate to Dacca,Rajsahi,Dinajpur areas of Bangladesh still remember the incidents as
narrated by the folk songs.
(Tribal Movement in jharkhandi 1857-2007)


                       চুয়াড় বিদ্রোহ 

ইংরেজরা আদিম জনজাতিদের  এই বিদ্রোহ কে ঘৃণা করে চুয়াড় বিদ্রোহের নাম দেয়।
চুয়াড় সম্প্রদায়ের মানুষেরা জঙ্গলমহল অর্থাৎ 
মেদিনীপুর, বাঁকুড়া,মানভূম,ধলভৃম,সিংভূমের
স্থানীয় জমিদারদের অধীনে পাইকের কাজ করত। এই কাজের বিনিময়ে তারা জমিভোগ করার অধিকার পেয়েছিল।
ইষ্ট ইন্ডিয়া কোম্পানি স্থানীয় জমিদারদের উপর 
উচ্চ হারে ধার্য করার জন্য জমিদারদের সংঙ্গে
পাইক চুয়াড়গণ সমগ্র জঙ্গল জুড়ে বিদ্রোহ করে ।
প্রায় 50000 জন এই বিদ্রোহে সামিল হয়।
এটা মনে করা হয়    indigenous People in
general came to be termed as “tribes which
also implies “uncivilised amongst and foolish people.”
1760 খ্রীষ্টাব্দের সেপ্টেম্বর মাসে মেজর জনষ্টন
মীরকাশীমের নিকট হতে মেদিনীপুর জেলার দায়িত্ব  পান । 1783 খ্রিস্টাব্দে খাজনা বেড়ে
এই জেলার খাজনা 60 লক্ষ টাকা হওয়ার কারণে
বিদ্রোহ  শুরু হয়। 
1768 সালে জগন্নাথ সিং,ঘাটশিলার (ধলভূমের)
জমিদার এই আন্দোলনে সামিল হয়েছিলেন ।
ইংরেজ সরকার ভয়ে জমিদারী ফেরত দেয় ।
1771 সালে চুয়াড় বিদ্রোহ নেতৃত্ব দেন ধাদকার
শ্যামগঞ্জন।
1789-90 সালের মধ্যে বিদ্রোহী তীব্র রূপ ধারন করে।নেতৃত্ব দিয়ে ছিল দুর্জল সিং, ইংরেজ সরকার
হিংসার সংঙ্গে মোকাবিলা করে।
এই গণ বিদ্রোহকে মেদিনীপুরের ভূতপূর্ব কালেক্টর ও সেটেলমেন্ট অফিসার জে সিপ্রাইস লিখেছেন ” মেদিনীপুরের চোয়াড় বিদ্রোহ এক নৃশংস অত্যাচারের ইতিহাস । জায়গীর বাজেয়াপ্ত সরদার ও পাইকগণ উন্মত্ত  হইয়া সরকারের বিরুদ্ধাচরণ করিতে  থাকে।”

ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমের দিকে  জঙ্গল মহলের প্রচুর  শালের জঙ্গল কেটে ইউরোপের 
বিভিন্ন দেশে রপ্তানি করত।লোধা শবরেরা বন
জঙ্গল ধংস করার  জন্য ইংরেজদের বিরুদ্ধে
বিদ্রোহ করেছিল। তারা জানত জঙ্গলকে এই
ভাবে ধ্বংস করা অন্যায়। আদিবাসীদের জীবন
যাত্রা ছিল  জঙ্গল নির্ভর । জঙ্গলের জমি , গাছপালা, বনজ সম্পদ কে তারা প্রয়োজন মত নিত কিন্তূ জঙ্গলকে ধ্বংস করে নয় ।
প্রথম জঙ্গল আন্দোলন: –
ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের নেতা ছিলেন  কেশু আরি এবংরঘুনাথ  মাহাতো । 1763 সালে এই দুজন নেতাকে আটক করা হয় এবং খড়্গপুর সংলগ্ন কেশিয়াড়ীতে ফাঁসি দেওয়া হয়েছিল কেসু আরিকে। কয়েক সপ্তাহ পরে ঝাড়গ্রামের  কাছে লোধাশুলিতে সাত জন লোধা
শবরের ফাঁসী হয়েছিল ।
আদিবাসীদের লড়াইয়ের গানটি নিম্নরূপঃ

কেসু আরির ফাঁসী হইল
রঘুনাথ মাহাতো বাঁধা গেল ।
বাঁশবনে ডোম হইল কানা
রাগে জ্বলিহছে জঙ্গল মহল থানা।।

It will be interesting to note that the
Lodha, shabar,kurmi mahatos were
early settler in this part of the country.

Reference:
1)Tribal movement in jharkhand, Asha Mishra,Chittaranjan kumar Pati.
2) Bidraha Bahnni- Kanai Lal Dirghangi
3) Modern History of India, Atanu  Basu

                               ★★★

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *