কালিদাস ভদ্র–এর কবিতাগুচ্ছ
স্বরগম
সেলাই মেশিনে ময়ুর করছাে তুমি
পেখমে কি আশ্চর্য রং বাহার।
শহীদবন্ধু কলােনীর কোনাে কোনাে ঘরে
স্বপ্ন-সেলাইয়ের স্বরলিপি বাজছে।
উদ্বাস্তু চারু বিশ্বাসের কাছে শেখা
প্রথম ফুল পাখি লতা আঁকা
তােমার দেওয়া সিল্ক পাঞ্জাবীটা গায়
তােমাকে দেখছি আবার কুড়ি বছর পরে
বারাে কি তেরাের বালিকা তুমি
স্বপ্ন বুনছ সেলাই মেশিনে
আমার পাঞ্জাবীতে দোল খাচ্ছে
সেলাই মেশিনের স্বরগম …
ত্রিশূল
অবশেষে কু-প্রস্তাব নিয়ে
ত্রিশূল আজ অস্থানে-কুস্থানে ঘােরে
ত্রিফলা বেয়ে নেমেছে ওই আকাঙ্খাস্রাব।
ত্রিশূল অসুরবধ শিল্প বলে
মানুষের কৌতূহল উৎসাহ
কে কাকে এখন ন্যাপকিন পরাবে
জ্যোৎস্না
হৃদয় আমার প্রকাশ হ’ল অনন্ত আকাশে হৃদয় আমার প্রকাশ হ’ল অনন্ত আকাশে হৃদয়
মেঘের পালকিতে যাচ্ছে চাঁদ
শাল মহুয়ার পাতায়
হুহুম না হুম না
ক্লান্ত আকাশ টলতে টলতে
প্রহর গুনছে
ডাের গেলে কখন বাতাস
খুলে দেয় রাত্রি-পােশাক
মেঘের পালকিতে যাচ্ছে চাঁদ
জ্যোৎস্না বাছছে ঝুম ঝুম…
আতঙ্ক
রক্ত মাখা অক্ষর
উড়ে বেড়াচ্ছে ম্যালে
হিংসা টপকে রডােডেনড্রন
উপহার দিচ্ছে বাহার
গান গেয়ে গেয়ে মেঘবালারা
পর্যটকদের জানিয়ে দিচ্ছে
দার্জিলিং-এর এখন কঠিন অসুখ
যে কোনাে মুহূর্তে সংক্রমণ
ছড়িয়ে যেতে পারে
রক্তমাখা অক্ষর
উড়ে বেড়াচ্ছে
ম্যালে অক্ষরের চোখে আতঙ্ক…
নড়ে উঠছে অন্ধকার
মেঘের জাজিমে দাঁড়িয়ে চাঁদ
জ্যোৎস্ন ঘুঁঘুর পায়ে
আম জামের পাতায়
নেচে উঠতে চাওয়া রাত্রি
নির্বাক চেয়ে
শ্রাবনের নদী বুক ছমছম
ছুটে আসছে হাওয়া
নড়ে উঠছে হাওয়া সেল্ফি তুলবে…
★★★