সরোজ মাহাত-র কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ

                                                                                                ছবিঃ গৌতম মাহাতো

সরোজ মাহাত-র কবিতাগুচ্ছ

                                             

     কবিতাতেই তাঁর মুক্তি,তবে গদ্যের প্রতিও দুর্বলতা অপরিসীম।লিখছেন বিভিন্ন লিটল ম্যাগাজিনে।কবিতার প্রতি টানই তার কবিতাকে এক অন্য আলোর সন্ধান দেয়।কবি কোনও পরিচিত মুখ নয় কিন্তু তাঁর কবিতাই তাঁর দ্যোতক,তিনি নিজস্ব জগৎ খুঁজে পান।খুঁজে পার তাঁর পারিপার্শিকতার আবহে।

প্রকৃতির স্বাদ

   
আমি আজও তাকিয়ে আছি
                         এই মানব জাতির দিকে ৷
শত ব‍্যাথার মধ‍্যেও একরাশি
                                    প্রাণের আশায় ।।
আমি আজও তাকিয়ে আছি
                           কবে ফিরবে সেইদিন ।
যেদিন প্রকৃতি আবার আপন
                        সাজে সেজে ওঠবে ।।
আমি আজও তাকিয়ে আছি
                   এই মানব জাতির দিকে ।
তারা কি দেবে না প্রকৃতির মূল‍্য ?
আমি আজও মনে বাঁধি আশা
                            প্রকৃতি আবার
ফিরে পাবে আপন প্রাণের স্পন্দন ।।

সভ্যতার আড়ালে 

চারিদিকে  আকাশে ভেসেছে শব্দের  কলরব
শুধু কি শব্দ ? এ শুধু শব্দ নয়…….শব্দ নয়
দুঃখের যন্ত্রণা  !
সভ্যতার বিষে  সমাজের মুখ ঢেকে যায়
ঢেকে যায়  অসহায় মানুষের কান্না  !
ধরণীর বুকে কত না ঝরেছে রক্তিম অশ্রু
ধারা ।
জমেছে কান্না , জেগেছে বিবেক ,শক্ত হচ্ছে
হাতিয়ার ।
জেগেছে অজস্র প্রাণ  ভাঙছে সমাজের বিষ
দাঁত 
ধুলোয় মিশবে এবার  অহংকারী সভ্যতার লাজ ।
সভ্যতার আড়ালে বেঁচে থাক অসহায়
মানুষের প্রাণ ।

 তৃষ্ণার্ত পৃথিবী

হে আমার প্রাণভমরা,  প্রাণসমা
নীলাম্বর
      ব‍্যাকুল এই মন আর যে  সয় না।
তুমি গর্জাও, তুমি বর্ষাও, তুমি ছিটিয়ে
দাও
অমৃত রস এই ব‍্যক্ত দেহের ওপর ।
ভরে ওঠুক এই জীর্ণ দেহে প্রাণের
স্পন্দন ।
অতৃপ্ত বাসনার আজ হোক সমাপ্তি।
মানবো না আজ কোন বাধা
তুমি আর আমি দু-জনে মিলে হব
একাকার।

            অভিমান

বন্ধু রেখো না মনের কোনায়
         কোন  রাগ , অভিমান ।
তুচ্ছ  এই জীবন  মাটিতে মিশে           যাওয়া ছাই !
রইবে না এই জীর্ণ শরীর
     না কোনো রাগ-অভিমান ।
শুধু রয়ে যাবে  অতীতের ছেঁড়া                                                             
   পাতায় লেখা বেদনার গান।
তবু কেন করো এই মিথ্যে
                                অভিমান !
জীবন তো বুঝে জীবনের
                                  মানে।
পড়ে থাক না এই মিথ্যে
                       রাগ- অভিমান !

                       বসন্ত

তুমি বিবর্ণ আকাশের বর্ণময় আলোর ঝিল্লি
তুমি আমার ভালো-লাগা , ভালোবাসার প্রাণের বসন্ত।
কখনো দিয়েছো গ্রীষ্মের উষ্ণ অভ্যর্থনা
কখনো বা দিয়েছো হিমের পরশ ছোঁয়া ।
দিয়েছো নীল দিগন্তরে তুমি রূপের বাহার
তুমি অনন্তহীন কালের প্রেমের উন্মাদনা।
তুমি অপূর্ব,তুমি অন্তহীন নীল আকাশের
বর্ণময় পরী।
তোমার রূপে,তোমার সুধায় প্রকৃতি আজ
            রূপবতী যৌবনসিক্ত নারী।
তুমি আমার ভালো-লাগা, ভালোবাসার প্রাণের বসন্ত।

                                    ★★★

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *