২১শের কবিতা
বিমল মণ্ডল -এর কবিতাগুচ্ছ
মাতৃভাষা
এক
ভাত নয়, ভাষা চাই
দীর্ঘ অবহেলা
রহস্য জীবনের অনুগ্রহ পায়
মানুষ হারায় ভাত শুধু ভাষার খোঁজে
বাংলা ভাষার মাঝে বৃষ্টি, বজ্রপাতও
বারুদ আর বারুদের গন্ধ
ভাষা ছিন্ন করার সম্পর্ক
এক বিষণ্ণ আলোকে হাস্যময় ভীড়ে
আকাশপিদ্দিম গেঁথে যুদ্ধ সাজে
দেশের থেকে বাঁচার আর বাঁচানোর আর্তি
আবারও অদ্ভুত শব্দ
রক্তের স্রোতে বাংলা ভাষা
চারদিকে ছড়িয়ে দুঃখিনী বর্ণমালা
চিৎকার করে বলে -“ভাত নয় ভাষা চাই “…
দুই
একুশের জন্য
একুশ তুমি নদী ভাষার দুয়ার অবধি
একুশ তুমি মুছে দাও গ্লানির দুঃস্মৃতি
একুশ তুমি ভুলে যেও না শহীদের রক্ত
একুশ তুমি ছড়িয়ে পড়ো ভাষাকে করো শক্ত
একুশ তুমি গর্ভে আর রক্তে আছো মিশে
একুশ শুধু তোমার জন্য বাংলা ভাষা পেয়েছি শেষে
একুশ তুমি ঢেকে রাখো নিজের চাদরে
একুশ তোমার আমার প্রিয় আদরে।
তিন
আমার বাংলা ভাষা
আমার বাংলা ভাষা
আমার মায়ের ভাষা
এই তো সবার মাতৃভাষা
আমার বাংলা ভাষা
মায়ের মুখে শেখা ভাষা
এটাই আমার প্রথম ভাষা
আমার বাংলা ভাষা;
তোমার আমার জন্ম ভাষা
এ আমার মাতৃভাষা
এই ভাষাতে কথা বলি
এই ভাষাতেই মরি
এই ভাষা প্রাণের ভাষা
ভুলতে লি আর পারি
এ আমার বাংলা ভাষা
এই ভাষা রক্তস্নাত শহীদের প্রতীক
একুশে ফেব্রুয়ারী উনিশ ‘শ বাহান্নতে
সালাম, রফিক, বরকত,জব্বার শহীদ হয়েও
রেখে গেল সবার বাংলাভাষা
অমর একুশ
তোমায় আমরা ভুলছি না আর মোটেই
জন্ম জন্মান্তর
অমর একুশ, অমর একুশ
আমার বাংলা ভাষা।
চার
অমর একুশে
মনে পড়ে সেই উনিশ’শ বাহান্ন
বসন্তের রঙিন ডানায়
ফাগুনের মন রাঙানো
তবুও সেদিন কেঁদেছিলো বসন্ত
কত শহীদের রক্তে
পদ্মা,মেঘনা, গঙ্গা, যমুনায়
মচকা ফুলের পাপড়ির মতো
রাঙা হয়ে ওঠে জল আর জলে
প্রিয় বর্ণমালা আমার মায়ের বর্ণমালা
সে ভাষাতে ডেকেছি আমি প্রথম ‘মা’ বলে
বুকের গভীরে কত ইতিহাস সেই রক্ত ঝরানো দিনের
ভুলতে কি পারি মায়ের ভাষা আজ এমনই দিনে
হৃদয়ে আমার গৌরব গাঁথা বাংলা ভাষার জয়ে
অমর একুশে শহীদেরা আজ থাকবে অমর হয়ে।
পাঁচ
একুশ আমার, একুশ তোমার
বসন্ত বাহারে রাঙা হয়েছিলো রক্তে সেদিন
ফাগুন আলোয় রঞ্জিত ছিল শিমুল- পলাশ পাতায়
দেশের মানুষ কেঁদেছিলো শহীদের রক্ত দেখে
দুঃখিনী বর্ণমালা আজ সবার মনের খাতায় খাতায়।
চেয়ে আছে আজও পদ্মা- মেঘনা, গঙ্গা যমুনার স্রোত
যে ভাষাতে আজ’ মা’ বলে ডাকি প্রথম ভাষাতেই
বাংলাভাষা অধিকারে শোকের ছায়ায় ভাসে
সে দিনের সেই মৃত্যু যন্ত্রণা ভোলা যায় কি তাতেই।
আজ এতো আলো বর্ণমালায় একুশে ফেব্রুয়ারী
অতীত শোক শহীদের ভুলতে কী আজ পারি?
প্রিয় অক্ষর- বর্ণমালা স্মৃতিতে আজ ঘিরে
অক্ষয় হোক একুশ আমার, একুশ তোমার একুশে ফেব্রুয়ারী।
★★★