শী লা বি শ্বা স-র কবিতাগুচ্ছ
এবং বিড়াল
এক
আধমরা চড়াইকে কোনওমতে
জল দিয়ে বাঁচানো গেছে
খাদ্য কিংবা আত্মরক্ষা নয় কেবল খেলার জন্য শিকার
কত নম্বর ধারা দেব?
দুই
বিছানায় নিয়ে শুই
বর রাইভ্যাল ভাবে
মিঁউ মিঁউ ডাক এখন বউ বউ
এ ঘরে তোর ঠাঁই হবে ?
তিন
শূন্যে উঠে লাফ দিয়ে টুইস্ট
ধরি ধরি মনে করি অদৃশ্য এক মাছি
ধরে ফেললে মাছি কোথায়
আড়াল থেকে ছ -এর হ্রস্ব ই মুছে ও কে চলে যায় ?
চার
আদর ও ধমক
হর্ষ ও বিষাদ লুটিয়ে পড়ে
নৈঃশব্দ্য থেকে পাথরে সরে যায়
ও পাথর, মায়া জানো?
পাঁচ
বিবাগী হবে বলে শাসায়
দুদিন ঘরে না ফিরে শাস্তি দেয়
বলে দিলাম ঘরের অশান্তি বাইরে গেলে বিষ খাব
সত্যি বললাম?
ছয়
একদিন তুলতুলে নরম মাংস রাস্তায় মিশে গেল
একটুও রক্ত নেই কোথাও
এভাবে গল্পরা হারিয়ে যায়
নাকি থেকে যায় একটাই গল্প হারাবার ?