শী লা   বি শ্বা স-র কবিতাগুচ্ছ

পরিচিতিঃ মূলত কবিতা লেখেন। সম্পাদিত পত্রিকা- ‘এবং সইকথা’ ওয়েব ম্যাগাজিন, (ত্রৈমাসিক )। প্রকাশিত কাব্যগ্রন্থ- ১) হেমিংটনের জন্য – (নীলাঞ্জনা প্রকাশনী) প্রকাশ রথযাত্রা ২০১৪, ২)অন্তর্গত স্বর – (ক্রান্তিক প্রকাশনা)  প্রকাশ  বইমেলা ২০১৫, ৩)নেবুলা মেঘের মান্দাসে- (কলিকাতা লেটারপ্রেস ) প্রকাশ বইমেলা ২০১৮। ৪)নির্বাচিত শূন্য – (সুতরাং প্রকাশনা ) প্রকাশ বইমেলা ২০২০ ৫) )আজরখ নগর – (বার্ণিক) প্রকাশ  বইমেলা ‘২০২২ ৬) Voyage – (সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা)  প্রকাশ বইমেলা’২০২২ বর্তমানে কেন্দ্রীয় সরকারি অর্থ দপ্তরে কর্মরতা। আজ বাইফোকালিজম্-এ রইল তার গুচ্ছকবিতা। 

 

শী লা   বি শ্বা স-র কবিতাগুচ্ছ 

এবং বিড়াল

এক

আধমরা চড়াইকে কোনওমতে
জল দিয়ে বাঁচানো গেছে
খাদ্য কিংবা আত্মরক্ষা নয় কেবল খেলার জন্য শিকার

কত নম্বর ধারা দেব?

দুই

বিছানায় নিয়ে শুই
বর রাইভ্যাল ভাবে
মিঁউ মিঁউ ডাক এখন বউ বউ
 

এ ঘরে তোর ঠাঁই হবে ?

 

তিন

শূন্যে উঠে লাফ দিয়ে টুইস্ট
ধরি ধরি মনে করি অদৃশ্য এক মাছি
ধরে ফেললে মাছি কোথায়

আড়াল থেকে ছ -এর হ্রস্ব ই মুছে ও কে চলে যায় ?

 

চার

আদর ও ধমক
হর্ষ ও বিষাদ লুটিয়ে পড়ে
নৈঃশব্দ্য থেকে পাথরে সরে যায়

ও পাথর, মায়া জানো?

পাঁচ

বিবাগী হবে বলে শাসায়
দুদিন ঘরে না ফিরে শাস্তি দেয়
বলে দিলাম ঘরের অশান্তি বাইরে গেলে বিষ খাব

সত্যি বললাম?

 

ছয়

একদিন তুলতুলে নরম মাংস রাস্তায় মিশে গেল
একটুও রক্ত নেই কোথাও
এভাবে গল্পরা হারিয়ে যায়

নাকি থেকে যায় একটাই গল্প হারাবার ?

লেখা পাঠাতে পারেন
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *