ন ব কু মা র   পো দ্দা র-র কবিতা

পরিচিতিঃসেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ননী গোপাল পোদ্দার, মাতার নাম বিভা পোদ্দার। তার স্ত্রীর নাম রিমি পোদ্দার সমদ্দার। আর এক মেয়ে অভিরি পোদ্দার। পেশায় ফিজিওথেরাপিস্ট। এবং হোস্ট. প্রকাশিত কবিতার তিনটি বাংলা বই। তিনি বিভিন্ন বাণিজ্যিক কাগজপত্র এবং লিটল ম্যাগাজিনে লিখেছেন। তার সাক্ষাৎকারটি ল্যাটিন আমেরিকান রেডিও স্টেশন “Tonos de mi alma” এ সম্প্রচারিত হয়। তার কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংকলন। এবং তার কবিতা বহু ভাষায় অনূদিত হয়েছে।

 

ন ব কু মা র   পো দ্দা র-র গুচ্ছকবিতা  কবিতা

 

দেখা

 

ব্যথা উঠিবে

আলাপ জারি থাকবেই নদীর শীতে।

স্রোতের নাভি তখন না হয় মেপে নিও!

প্লাবনে ভেসে যেতে যেতে ছলনা সওয়ারি হয় যদি টেক্সট করো।

সমস্ত অভিমানের অঞ্চল পেরিয়ে আমি চলে আসব

নির্জনতাকে বসতে দিও না
উপায় বের করো

নাগরদোলা অন্তহীন

শায়েরি আরও সক্রামক…

 

আলোলতা

 

এই যে আমাদের সংসার
এই যে আলো,বনবীথি
পঞ্চভূত

অবিকল তোমারই মতো স্পন্দন

রোজ বড় হচ্ছে
সবই ঈশ্বরের মঞ্জরী

দুলতে দুলতে
তুমিও প্রকাশ পেয়ে যাবে

 

কেয়ামত

 

ঘূর্ণিঝড় উঠেছে।
স্কিপ করতে করতে তোমার দুয়ারে এসে থামলো

সুগন্ধি ঘ্রাণে তোমার কোলে বসতে দিলে।

প্রত্যেক ভাল থাকা কোন না কোন ক্রাইসিস থেকে আসে।

স্কিন সতেজ করে তাকে ভায়োলেট নদীতে অবগাহন করাতে হয়।

তবেই রোমকূপ থেকে সফেদ,সোহাগ
আয়োডিন ফুটে উঠবে

ক্রমে

 

প্রত্যেক ব্যর্থতার মধ্যে উঠোন হেঁটে বেড়ায়।

হে কাঞ্চনা
এই মায়া,মেদ সরবতের টিউন
এই বিষাদের ধেই,কীটনাশকের সূচ

বন্দরের একতরফা নিবেদন।

লেখা পাঠাতে পারেন
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *