সকলের তরে সকলে আমরা


সকলে আমরা সকলের তরে

 

গুড়গুড়িপালের দুঃস্থ পরিবারগুলির প্রতি সাহায্যের মানবিক হাত বাড়িয়ে দিল পরিবেশ ও পশুপ্রেমী সংগঠন।

মানবিক হাত বাড়িয়ে দিল পরিবেশ ও পশুপ্রেমী সংগঠন।

পেশায় কেউ বিড়ি শ্রমিক, কেউবা দিনমজুর, আবার কারও রুজি রোজগারের সংস্থান হয় জঙ্গল থেকে

বিড়ি শ্রমিকদের পাশে

পেশায় কেউ বিড়ি শ্রমিক, কেউবা দিনমজুর, আবার কারও রুজি রোজগারের সংস্থান হয় জঙ্গল থেকে এরকম দুঃস্থ পরিবারগুলিতে খাদ্য সামগ্রী বিতরণ করলো প্রকৃতি ও বন্যপ্রাণপ্রেমী সংগঠন হিউম্যান এণ্ড এনভায়রনমেন্ট এলায়েন্স লীগ (হিল)। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গুড়গুড়িপাল গ্রামের আশিটি বালি খাদান, বিড়ি শ্রমিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে চাল, ডাল, আলু, ডিম, সব্জি ইত্যাদি দিয়ে সাহায্য করলো সংগঠনটি। গ্রামের অধিকাংশ মানুষ জঙ্গলের কাঠ, পাতা সংগ্রহ করে, বালি খাদানে কাজ করে এবং বিড়ি বেঁধে জীবন জীবিকা নির্বাহ করেন, কিন্তু বর্তমান লক ডাউন পরিস্থিতিতে এইসব পরিবারগুলি নিজেদের রুজি রোজগার হারিয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। বন্ধ খাদান, জঙ্গলে যাওয়া নিষেধ আর বিড়ি শ্রমিকদের নেই কাঁচামালের জোগান এই দুঃসময়ে তাদের দিকে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিল হিলের সদস্যরা। জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে বন ও বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে তাদের পারস্পরিক সুস্থ সহাবস্থানের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। আজকের এই মানবিক সাহায্যের মাধ্যমে তারা বার্তা দিলেন শুধু পশুপাখি নয় এইসব দুঃস্থ মানুষদের কথাও তারা হৃদয় দিয়ে ভাবেন।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *