২১শের দীর্ঘ কবিতা- লিখলেন রুম্পা রায়

 ২১শের দীর্ঘ কবিতা

লিখলেন রুম্পা রায়

                      

তিথি নক্ষত্র পেরিয়ে
ভাষার নাও ভেসে যায়


 ভাষার জন্য দিন লাগে না,একটা কোনো দিবস পালন। 
তোমার আমার বুকের ওমেই বাংলাভাষা। 
যেমন মায়ের আদর পেতে, ইচ্ছে করে অপারগ হই।
যেমন করে ছেলেবেলার খেলারমাঠের আড়িভাবে,
তোরসাথেআরখেলবনা তেও লুকিয়ে ছিল অনেকটা সুখ। 
যেমন খানিক বড়ো হতেই বসন্ত আর মাস মানে না…. 
যেমন কারো চোখের ছোঁয়া মনে হঠাৎ ঝড় এনে দ্যায়! 
যেমন করে একলা ছাদে ঘাসের উপর রোদ্দুর ও পদ্য লেখায়! 
পেরিয়ে যাওয়া কিশোরীবেলা হাত বাড়িয়ে আগুন আনে! 
আগুন মানে…. 
আসলে এক আগুন বেলা। 
হঠাৎ করেই প্রেম আসে, আর হঠাৎ করেই দুঃখ নামে।
হঠাৎ করেই বড়ো হবার ছন্দ লাগে। 
সেসব দিনের কান্নাহাসিআমারকিছুভাল্লাগেনায় বাংলা ভাষা। 
এই তো আমার কাঁদার ভাষা, এই তো আমার অট্টহাসি। 
এর কি আবার পালন লাগে? 
এই তো আমার গোটা জীবন। 
এই তো আমার মৃত্যু যাপন। 
এই তো আমার একুশে প্রেম।

এই তো আমার একুশে প্রেম!!


                               ★★★

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *