স্বপ্নধারার পর্বকথা(৭মপর্ব)
কলমেঃ শু ক্তি চ ট্টো পা ধ্যা য়
ছবিঃ সু নি পা ব্যা না র্জি
সেই মানুষটা এদিকেই আসছে… কি অদ্ভুত তার দৃষ্টি। ঠিক যেন ভাবলেশহীন, মাছের চোখের মতো নিশ্চল। তার আচার-আচরণও কির’ম অদ্ভুত। যেন সে নিজের মধ্যেই নেই। অথচ অনর্গল কথা বলে যাচ্ছে। কখনও অস্পষ্ট, কখনও বা স্পষ্ট কিছু কথা কানে আসছে। অসংলগ্ন কিছু কথা, ডাক্তার আর পরিচারিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। কথাগুলোর খানিক বোঝা যায়, খানিক যায় না। তবু যেন কাউকে উদ্দেশ্য করে সে বলে চলল,
— “তবু একটা দাগ…
এ এক সর্বনাশা দাগ! যা বলছি! এক; দুই; একি, তাহলে কি কাজের সময় হ’ল? নরক কি অন্ধকার, ছিঃ ছিঃ, স্বামী, যোদ্ধা হয়েও ভয় পাও? কিসের ভয় কেউ জানল কিনা, কেউ যখন আমাদের শক্তির কাছে কৈফিয়ত চাইতেই পারে না। তবু তখন কি ভাবতে পেরেছিলে, ওই বুড়ো মানুষটার শরীরে এতো রক্ত আছ… আঃ! কত রক্ত! কি কাণ্ড, এই দাগগুলো আর সাফ হবে না? এখনও রক্তের গন্ধ। আরব দেশের সমস্ত সুগন্ধও পারবে না আমার হাত এই ছোট হাতকে সুগন্ধিত করতে। হাত ধুয়ে ফেলে রাত্রিবাস পর। অমন দুর্বল হয়ো না। ব্যাঙ্কো(Banquo) তার কবরে এবং সেখান থেকে উঠে আসতে পারবে না… চল, শুতে চল… যা হয়ে গেছে তা আর ফেরানো যাবে না…”
LADY MACBETH
Yet here’s a spot…
Out, damned spot! Out, I say!—One, two. Why, then, ’tis time to do ’t. Hell is murky!—Fie, my lord, fie! A soldier, and afeard? What need we fear who knows it, when none can call our power to account…
…Here’s the smell of the blood still. All the perfumes of Arabia will not sweeten this little hand. Oh, Oh, Oh!
Wash your hands. Put on your nightgown. Look not so pale.—I tell you yet again, Banquo’s buried; he cannot come out on’s grave.
To bed, to bed. There’s knocking at the gate. Come, come, come, come. Give me your hand. What’s done cannot be undone.—To bed, to bed, to bed! (Act V, sc-I)
এই মানুষটি আর কেউ নন, স্বয়ং Lady Macbeth আর যে দৃশ্যটি তুলে ধরলাম সেটি সেই বিখ্যাত sleepwalking scene. হ্যাঁ, বন্ধুরা বুঝতেই পারছেন আজ ‘স্বপ্নধারায়’ ভাবছি ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা হবে আর William Shakespeare’র কথা থাকবে না, তা তো অসম্ভব তাই না? সাহিত্য শুধু কি কিছু গল্প বা কথনের মধ্যেই সীমিত থাকে বলে আপনাদের মনে হয়? আমার কিন্তু তা মনে হয় না। আমি ওই গল্পগুলোতে শুধু গল্প ছাড়াও অনেক কিছু খুঁজে পাই। আমি জানি আপনারাও পান। একাত্ম হয়ে যান পড়তে পড়তে।
William Shakespeare’র লেখা তাঁর অন্যতম বিখ্যাত tragedy “Macbeth”-এর পঞ্চম অঙ্কের এক দৃশ্যের কথা তুলে ধরলাম। এই দৃশ্যটি sleepwalking scene নামে পরিচিত সাহিত্য মহলে। আসলে এটি hallucination-এর ছবি। যে ছবি, Shakespeare তাঁর নিপুণ হাতের সেই সূক্ষ্ম তুলিতে এঁকেছেন এই দৃশ্যে।
Hallucination হল একধরনের অনুভূতি যা, মানুষের পঞ্চ-ইন্দ্রিয়কেই প্রভাবিত করে। এক্ষেত্রে যে মানুষটি hallucinate করেন, সেই মানুষটি হয়তো কোন শব্দ শুনতে পান, বা কোন কিছু দেখতে পান, যা সেই স্থানে থাকা অন্য কেউ দেখতে পান না। একে আমরা সঠিকরূপে স্বপ্ন বলতে পারি না কারণ, hallucination-এর সময় সেই মানুষটি জাগ্রত অবস্থায় থাকেন। স্বপ্ন কিন্তু ঘুমের মধ্যে অর্থাৎ, অচেতন অবস্থায় চলা চিত্রের প্রকাশ। জাগ্রত অবস্থায় থাকলেও, যে মানুষটির hallucination হয়, সেই সময় তিনি কি করছেন বা কি দেখছেন ইত্যাদি কিছুই তাঁর মনে থাকে না, কারণ সেই সময় তিনি এক ঘোরের মধ্যে থাকেন। এখানে Macbeth-এরই একটি scene-এর কথা মনে পড়ে যাচ্ছে।
Duncan(ডানকান)-কে মারতে উদ্যত হলে, ম্যাকবেথ হঠাৎই একটি ছোরা(dagger) দেখতে পায়। যার হাতল ম্যাকবেথের দিকে ঘোরানো। সেটি ঠিক যেন বলছে, “আমাকে হাতে তুলে নিয়ে, শেষ করে দাও ডানকানকে।” কিন্তু পরক্ষণই ম্যাকবেথ হুঁশ ফিরে পেলে তিনি বুঝতে পারেন, এটা hallucination ছাড়া আর কিছুই না। সেটা তাঁর ভ্রম। এটাও বুঝতে পারেন, ডানকানকে মারার জন্য ছোরা ব্যবহার করার সিদ্ধান্তই তাঁর এইরূপ দৃশ্য দেখার কারণ। আর তাঁর এ’ও মনে হয়, তাঁর দৃষ্টিশক্তি তাঁর ইন্দ্রিয়দের ছলনা করেছে। কিছুক্ষণপর ম্যাকবেথ আবার দেখেন, সেই ছোরা আর তাতে লেগে আছে বিন্দু বিন্দু রক্ত, যা আগে ছিল না।
“Is this a dagger which I see before me,
The handle toward my hand? Come, let me clutch thee.
I have thee not, and yet I see thee still.
Art thou not, fatal vision, sensible
To feeling as to sight? or art thou but
A dagger of the mind, a false creation,
Proceeding from the heat-oppressed brain?
I see thee yet, in form as palpable
As this which now I draw.
…And on thy blade and dudgeon gouts of blood,
Which was not so before. There’s no such thing:
It is the bloody business which informs
Thus to mine eyes.” (Act II, sc-I)
সেই দৃশ্য কিন্তু আর কেউ দেখেনি ম্যাকবেথ ছাড়া। ম্যাকবেথের বুঝতে বাকি থাকে না, তাঁর হত্যার ইচ্ছা ও পরিকল্পনাই তাঁর চোখের সামনে ভেসে ওঠা এই বীভৎস দৃশ্য নিয়ে এসেছে। কিন্তু ম্যাকবেথেরও শেষ পর্যন্ত হাত কেঁপে গিয়েছিল এই অপরাধ করতে গিয়ে। আর সেই কাজ সম্পূর্ণ করেন লেডি ম্যাকবেথ। যেটিই পরবর্তীকালে তাঁর মানসিক অস্থিরতার কারণ।
Hallucination-এর এত কথা হল, এবার একটু দেখে নিই হ্যালুসিনেশন কেন হয়? সাধারনত, মানসিক অবসাদ, মানসিক অস্থিরতা, ওষুধের side effects, স্নায়বিক সমস্যা বা পূর্বে ঘটা কিছু ঘটনার ফলস্বরূপ hallucination হয়ে থাকে।
বেশ কয়েক ধরনের Hallucination এর কথা মনোবিদরা জানিয়েছেন,
Visual hallucinations: ভিজ্যুয়াল হ্যালুসিনেশনে এমন জিনিস দেখা যায় যা সেখানে বর্তমান নেই। হ্যালুসিনেশন বস্তু, চাক্ষুষ নিদর্শন, মানুষ বা আলোর যেকোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। উদাহরণস্বরূপ, আপনি এমন একজনকে দেখতে পারেন যিনি সেই ঘরে হয়তো উপস্থিত নেই বা হয়তো কোন লাইট জ্বলছে যা অন্য কেউ দেখতে পান না।
Olfactory hallucinations: অলফ্যাকট্রি(ঘ্রাণ) হ্যালুসিনেশন আপনার গন্ধ অনুভূতি জড়িত। মাঝরাতে ঘুম থেকে ওঠার সময় আপনি একটি অপ্রীতিকর গন্ধ পেতে পারেন বা অনুভব করতে পারেন।
এই ধরনের হ্যালুসিনেশন আপনি হয়তো কোনো সুন্দর/আনন্দদায়ক গন্ধও(যেমন, ফুলের গন্ধ) অনুভব করতে পারেন।
Gustatory hallucinations: এই ধরনের হ্যালুসিনেশনগুলি ঘ্রাণ হ্যালুসিনেশনের মতোই, তবে এগুলি গন্ধের পরিবর্তে আপনার স্বাদ বোধকে জাগ্রত করে।
এই স্বাদগুলি প্রায়শই অদ্ভুত বা অপ্রীতিকর হয়। মৃগীরোগীদের জন্য গ্যাস্টারি হ্যালুসিনেশন (প্রায়শই ধাতব স্বাদযুক্ত) একটি অপেক্ষাকৃত সাধারণ লক্ষণ।
Auditory hallucinations: অডিটরি হ্যালুসিনেশন হল হ্যালুসিনেশনের সবচেয়ে সাধারণ ধরণের মধ্যে। আপনি শুনতে পারেন যে কেউ আপনার সাথে কথা বলছে বা আপনাকে কিছু কাজ করতে বলছে। কণ্ঠ রাগী, নিরপেক্ষ বা উষ্ণ হতে পারে।
এই ধরণের হ্যালুসিনেশনের অন্যান্য উদাহরণগুলির মধ্যে রয়েছে শ্রবণ শোনা, যেমন কেউ অ্যাটিকে হাঁটছে বা বারবার ক্লিক বা টোকা শব্দ করছে। কিন্তু সেগুলো হয়তো আপনার ভ্রম। এগুলি আর কেউ অনুভব করতে পারে না।
এছাড়াও আছে ট্যাকটাইল (Tactile) হ্যালুসিনেশন, যা মানুষের স্পর্শ অনুভূতিকে জাগ্রত করে।
এরকম বিভিন্ন ঘটনা প্রত্যক্ষভাবে স্বপ্নের সাথে জড়িত না হলেও তা কিন্তু পরোক্ষভাবে স্বপ্ন বা মানুষের আবেগ-অনুভূতিকে প্রভাবিত করে। স্বপ্ন কিন্তু শুধুই ঘুমের মধ্যে দেখা কিছু ছবি বা ঘটনা নয়। তার পরিধি বিশাল, তাই একে নির্দিষ্ট কোন রেখা বা সীমায় বাঁধা সম্ভব না, আর তার চেষ্টাও বৃথা। তবে, পরের সপ্তাহে নিয়ে আসব আরও কিছু জানা বা অজানা গল্প। ততদিন একটু অপেক্ষায় রেখে যাই…
লেখিকার আগের পর্বগুলো পড়তে নিচে ক্লিক করুনঃ
স্বপ্নধারার পর্বকথা(৬ষ্ঠপর্ব) কলমেঃ শু ক্তি চ ট্টো পা ধ্যা য় ও ছবিঃ সু নি পা ব্যা না র্জি