প্রাচীন বাংলা, গৌড় রাজ্যের  অভ্যুত্থান     (Rise of Kingdom of Gauda)ঃ— লিখছেন দুর্গাশঙ্কর দীর্ঘাঙ্গী                

প্রাচীন বাংলা, গৌড় রাজ্যের  অভ্যুত্থান 
    (Rise of Kingdom of Gauda) ঃ


                         ২৭


পশ্চিমবঙ্গের উত্তরাংশে এবং সমগ্র উত্তর বঙ্গ স্পষ্ট ভাবে গোপচন্দ্র এবং তাঁর উত্তরসূরিদের  প্রভূত্বের
বাইরে ছিল। আর এই সময় কালের পরবর্তী পর্যায়ে এই সব প্রান্ত গৌড় রাজ্যের মধ্যে চলে আসে, যদিও কোন সময় ভৌগোলিক পরিচিতি সমগ্র পশ্চিমবঙ্গকে নিয়ে গঠিত ছিল। সেইসময় হিন্দু যুগে এই বাংলায় দুটি রাজ্য গৌড় এবং বঙ্গ
তাদের আলাদা রাজনৈতিক সীমানা নিয়ে গঠিত ছিল। উত্তরবঙ্গ (অর্থাৎ পুণ্ড্র বা বরেন্দ্রী) এবং পশ্চিমবঙ্গের সমগ্র অংশ(অর্থাৎ সুহ্ম বা রাঢ়) লইয়া তখন গৌড়’ নামে এক রাজ্যের অভ্যুত্থান ঘটে।  আর দক্ষিণ বঙ্গ এবং পূর্ব  বঙ্গ নিয়ে বঙ্গ রাজ্য গড়ে উঠেছিল।
গৌড় তখন (খ্রীষ্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষভাগে) পরবর্তীগুপ্ত বংশীয় রাজাদের অধীনে ছিল।
আচার্য্য যদুনাথ সরকার এবং অনেক ঐতিহাসিকের মতে পরবর্তী-গুপ্তরা মূল বা প্রকৃত
গুপ্তরাজবংশের সহিত সম্পর্কিত হতে পারেন আবার না-ও হতে পারেন। (The later Gupta’s might or might not have been connected by blood with the imperial Guptas.”  History of
Bengal (D.U.), /Early History of North India
-Dr. Sudhakar Chattopadhyay
.
মূল গুপ্ত বংশীয়দের উদ্যোগে যে গুপ্ত সাম্রাজ্যের
বিকাশ ঘটেছিল উহার পতন হইলে মগধ কে
(মতান্তরে মালবকে) কেন্দ্র করে নতুন রাজবংশের পত্তন হয় তা পরবর্তী গুপ্ত বংশ ‘(Later Guptas)
নামে পরিচিত ছিল।
“The hold of the Imperial Gupta was far strong over Gauda than over Vanga or Samatata. This explains the difference in the political evolution of these two constituent parts of Bengal. For while Vanga regained its  independence in the first half of sixth century A. D., the history of Gauda was a more chequered one. As
We have seen ( The Damodarpur copper- plates of Budhagupta indicate that Northern Bengal formed an integral part of  great Gupta down to the end of fifth century A. D., Another inscription from Damodarpur  dated in the year 544 A.D. refers to see Suzerain ruler, whose name ended in -Gupta, but whose proper name is lost.) It is very likely that the Gupta sovereign was a member of the Later Gupta dynasty. ………. ….. ………… …..
That their pretensions as successors of the Imperial Gupta’s were tacitly recognised is proved by reference to the
‘Gupta suzerain Ty’s  in the records of the
Parivrajaka rulers of Bundelkhand in the sixth century A. D
. One of the later Gupta Kings, Mahasenagupta, claims to have defeated Susthitavarnan (king of Kamrupa) on the banks of the Lauhitya or Brahmaputra river.As he flourished towards the end of the sixth century A. D., it may be presumed thatthe suzerainty of the Later Guptas continued over Northern Bengal throughout the century.

অতীতের বাংলা, গৌড় রাজ্যের অভ্যূত্থান ঃ( Ancient Bengal, Rise of the kingdom of Gauda)

২৮


খ্রীষ্টীয় ষষ্ঠ শতকে গৌড় ছিল পরাক্রমশালী রাজ্য।
আমরা তা মৌখরিরাজ ঈশানবর্মার’  ‘হরহ লিপি
(৫৫৪ খ্রী:) থেকে জানতে পারি। পরবর্তী গুপ্তরাজ -গণের সহিত মৌখরিরাজগণের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ঈশানবর্মন গৌড় দেশ আক্রমণ করেন।
গৌড়ের লোকজনদের বাধ্য করেন সমুদ্র তীরবর্তী
অঞ্চলে আশ্রয় নেবার জন্য। এই ঘটনার পরও গৌড় পরবর্তী গুপ্ত বংশীয় রাজাদের অধীনে ছিল।
এই বংশের রাজা মহাসেনগুপ্ত কামরূপরাজ সুস্থিতবর্মনকে লৌহিত্য বা ব্রহ্মপুত্র নদের তীরে পরাজিত করেছিলেন।
মহাসেনগুপ্ত মৌখরিরাজগণের পরাক্রম খর্ব করে
মগধ ও গৌড় রাজ্যের উপর নিরঙ্কুশ শাসন বিস্তার
করেছিলেন। প্রায় সুদীর্ঘ পঞ্চাশ বৎসর ধরে মৌখরি ও পরবর্তী গুপ্তরাজ বংশের সংঘর্ষের ফলে দুই পক্ষ ই্  দুর্বল হয়ে  পড়েছিল। মহাসেনগুপ্তের
আমলে মৌখরিরাজগণের দুর্বলতায় গুপ্ত শাসন
মগধ ও গৌড়ে পুনরায় স্থাপিত হলেও তা দীর্ঘদিন
স্থায়ী  হয়নি।
এরপর দক্ষিণ হতে চালুক্য রাজ কীর্তিবর্মার আক্রমণ এবং উত্তর হতে রাজা স্রং_সান (Tsrong-Tsang) -এর আক্রমণের ফলে গুপ্ত রাজবংশ দুর্বল হয়ে পড়লে সেই সুযোগে বাঙালী
রাজা শশাঙ্ক এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।
(The classic Age, History of Bengal (D.U)
বাংলাদেশের ইতিহাস, ডঃ রমেশচন্দ্র মজুমদার।)

“One of the later Gupta Kings, Mahasenagupta, claims to have been defeated  Susthitavarnan (King of Kamrupa
on the banks of the Lauhitya or Brahmaputra river. As he flourished towards the end of the sixth century A. D.,
it may be presumed that the suzerainty of
the later Guptas continued over northern
Bengal throughout that century. This
Presumption is strengthened by the consideration that we know of no independent ruler of Gauda  before the end of the sixth century A. D., and the first known independent king Sasanka, who
flourished early in the seventh century
A. D., probably began his life as a
Mahasamanta, presumably under
Mahasenagupta. The probability, therefore,
is that Gauda acknowledged the suzerainty
of the later Guptas down to the end of the sixth century. A. D.”

References:


    The History of Bengal -1943
    Dr.(Prof.) Ramesh Chandra Majumdar

    ভারতের ইতিহাস কথা  -১৯৭৯
    ডঃ কিরণচন্দ্র চৌধুরী

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *