সৈকত সাহিত্য আড্ডা ও শব্দরঙ হাউসের উদ্বোধন

সৈকত সাহিত্য আড্ডা ও শব্দরঙ হাউসের উদ্বোধন

আজ মহাষষ্ঠীর পূণ্যলগ্নে শব্দরঙ হাউস আয়োজিত সৈকত সাহিত্য আড্ডা । সাহিত্য সম্মেলন ও বই প্রকাশ অনুষ্ঠান জলে পদ্ম ভাসিয়ে উদ্বোধন করেন কবি বিকাশ চন্দ ও কবি দীপক হোতা। শব্দরঙ হাউসের উদ্বোধন করেন সন্দীপ জানা।

একটি সংকলন প্রকাশিত হয় দুই বাংলার ৭-১ দশক পর্যন্ত বিশিষ্ট লেখকদের নিয়ে একটি বাংলা সংকলন প্রকাশিত হয় “বিষ পাড়ার হাঁড়িকথা” সঙ্গে দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কবি বিকাশ চন্দের কাব্যগ্রন্থ অনুচ্চারিত শব্দের কোলাহল ও কবি দীপক হোতার কাব্যগ্রন্থ শস্যের ভূগোল। করোনা সময়ের সমস্ত বিধি নিয়ম মেনে একটি মনোজ্ঞ সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয় ‌। কবিতা পাঠ করেন- অরিন্দম প্রধান, দীপক হোতা, বিকাশ চন্দ,মলয় পাহাড়ি,মঞ্জীর বাগ, দীপঙ্কর গিরি, অঞ্জন দাস, বিপ্লব ভূঞ্যা, মেহবুব গায়েন,বিরথ মণ্ডল। সেতার আবহে সুকুমার পড়য়্যা। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সঞ্চালক ও সম্পাদক অঞ্জন দাস ।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *