প্রাচীন বাংলার ইতিহাস: ৭ ও ৮ লিখছেন শ্রী দুর্গাশঙ্কর দীর্ঘাঙ্গী

পর্ব-৩২

শ্রী দুর্গাশঙ্কর দীর্ঘাঙ্গী
চন্দ্রকোনার হারিয়ে যাওয়া ছোট ছোট ইতিহাস নিয়ে   

                                                                                                  ছবিঃ গৌতম মাহাতো
                       
           মেদিনীপুরের ভুলে যাওয়া ইতিকথা

                                পর্ব-৩২

প্রাচীন বাংলার ইতিহাস:
        ৭

ভৌগোলিক বিবরণঃ
প্রকৃতির ভাঙাগড়ার খেলায় নদীর গতিপথ বদলে যায়, যেমন বাংলা কে চার ভাগে ভাগ করেছে  অনেকগুলি নদী।গঙ্গা নদীর উত্তর দিকে প্রবাহিত পদ্মা নদী এবং ব্রম্ভপুত্র নদীর পশ্চিমাংশ জুড়ে বিশাল অঞ্চল জুড়ে রয়েছে রাজশাহী ভুক্তি আর  কোচবিহার রাজ্য (অতীতের)। এই প্রান্তের সবথেকে গুরুত্বপূর্ণ  আদি অংশে রাজত্ব করেছিল পুন্ড্রবর্ধন , যেখানে  আছে বারেন্দ্রী নামে খ্যাত জেলা (মণ্ডল)। গঙ্গা নদীর পশ্চিমে আর একটি শাখা নদী যা এই গঙ্গা থেকেই উৎপত্তি  তার নাম হ’ল ভাগীরথী অথবা হুগলি নদী যা বর্ধমান বিভাগকে আলাদা করেছে বা যাকে বর্ধমান ভুক্তি বলা হয়। আবার ভাগীরথী, পদ্মার মাঝের নীচের অংশে যেখানে ব্রম্ভপুত্র পৌঁছেছে, সেখান থেকেই সৃষ্টি মেঘনা নদীর  যা পুরাতন বাংলার মধ্যবর্তী অংশ দিয়ে প্রবাহিত যা প্রেসিডেন্সি ভুক্তির বেশি অংশে এবং ঢাকা ভুক্তির কিয়দংশ দিয়ে প্রবাহিত। 
“This area was known to Pliny and Ptolemy as the territory of the Gangaridai, and to
 Kalidasa as the land of the Vanga  who were specially noted for their  skill  in handling boats. Beyond the Meghna  in the
east stretches theChittagong Division within whose embrace are supposed to lie the buried remains of the Royal seat of
Samatata. It had to be noted that the divisions of ancient Bengal  referred to
above at times  transgressed the limits set 
by nature. “



প্রাচীন বাংলা ও   তার  নদ নদী (৮)
বাংলা  হ’ল নদী মাতৃক দেশ। আর বিশেষত্ব হ’ল  দুটি দীর্ঘতম নদী গঙ্গা ও  নদ ব্রহ্মপুত্র থেকে সৃষ্টি তাদের অসংখ্য শাখানদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলার বুকে। 
আর উঁচু অংশ, পাহাড়ের কোল থেকে ভূমি ক্ষয়ে
সৃষ্টি  মাটী  নদী দিয়ে জলের স্রোতে তৈরি হচ্ছে পলি মাটি, আর জমা হচ্ছে নিচুভূমি (deltaic low lands) আর ভাঙা গড়ার খেলা চলছে নিজস্ব  খেয়ালে ও শক্তিশালী রূপ ধারণ করে। এই ভাবে নদীর গতিপথ বদলে যায় এবং স্থান পরিবর্তন করতে থাকে। ভারতের অন্যান্য প্রান্তে, কিন্তু
সিন্ধু নদীর ক্ষেত্রে সেটা হয়নি। অতীতে কত প্রাচীন শহর, বন্দর, ব্যবসা বাণিজ্যিক জায়গা নদীর প্লাবনে  ধ্বংস হয়েছে  অন্য জায়গায় তৈরি হয়েছে। 
”  The Ganges enters the province of Bengal at the point where the low lying 
Rajmahal Hills almost touch it’s water. the narrow passes of Teliagarhi and Sikragulley (Sikrigali) form excellent strategic points in Bengal’s first line of defence. It is not ,  there a mere accident that far-famed Capital cities like Gauda-
-Lakhnawati, Pandua,Tanda and Raj mahal
should have grown up in the neighborhood of this salient. “

Ref: The History of Bengal, Dr. R. C. Majumdar, 1943

 
                                                             ক্রমশ…

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *