প্রসাদ সিং–র কবিতাগুচ্ছ
কথার ওপর কথা
এভাবেই কথার ওপর কথা চাপিয়ে
সিঁড়ি হয়ে যাক
বা তা যদি মহাকাব্য হয় !
ক্ষতি কি
সেই তো আমায় হৃদয়ে এসে পৌঁছাবি
অন্তত ঘরের সিলিং ছুঁতে পারলেও অনেক
এভাবেই হয়তো
আমরা ছুঁয়ে নেব
চরম সুখ !
~০~
যত্তসব দর্শন
যত দিন যায় ভরসা উঠে যায়
সব “মিজম” , “সিজম” থেকে
‘অপটিমিজম’ , ‘প্যাসিমিজম’ , ‘রিয়েলিজম’
বা , ভরসা উঠে যায় সব “মিস্ট” , “লিস্ট” থেকে
‘অপটিমিস্ট’ , ‘প্যাসিমিস্ট’ , ‘রিয়েলিস্ট’
শুধু আরো একধাপ হাঁটি
মানুষের মানুষ হওয়ার প্রতি
সব “মিজম” , “মিস্ট” , “সিজম” , “লিস্ট” ছেড়ে
এক শ্বাশত চিরন্তন স্বতন্ত্রতার দিকে
~০~
ঝাড়গ্রাম শহর সম্বন্ধে
ঝাড়গ্রাম তোমাকে আর ভালোবাসিনা
তোমার যোনিতে নোংরা নিকাশিনালার গন্ধ
সেই আঁশটে মহোময় গন্ধ আর নেই
স্তনযুগল কেন হয়ে গেছে কংক্রিটের
খোলা কেশ আর সেই কেশ নেই
তাতে সন্ধেবেলা বিষাক্ত পোকাদের আস্তানা
ঝাড়গ্রাম তোমায় আর ভালোবাসিনা
~০~
এখুনি ঐ স্বপ্নে ফিরতে চাই
এখুনি ঐ স্বপ্নে ফিরতে চাই অনি
দিনের আলো খুব কঠিন
নাহলে তোর মুখের আসন্ন বলিরেখা
বা হাসলে তোর মুখে টোল পড়ে কি না
ভুলে গেছি সব
যদিও স্বপ্ন তোর মতো ভীতু , কাপুরুষিকা
আমাকে বুঝতেও দিসনি
যে ওটা স্বপ্ন ছিল তবুও
এখুনি ঐ স্বপ্নে ফিরতে চাই
~০~
যদি বলো কবিতা লেখোনা
যদি বলো কবিতা লেখোনা
তাহলে পাড়ার মোড়ে কেউ বলবে না —
এই প্রসাদ , দাঁড়া এক কাপ চা খেয়ে যা
বা রাস্তায় দেখা হলে কেউ বলবে না —
এই যে কবি কবি ভাব , ছন্দের অভাব
কোথায় চললি রে
মাঝে মধ্যে দু-তিনটা ফোন কল আসবে না
কেউ বলবে না —
দাদা , ভাই , কবিতাটা কিন্ত চাই
তাছাড়া, আমি বোবা হয়ে যাবো
কেউ আমাকে চিনবে না
আসলে , ভেতরের আমিটার কথা বলছি
~০~
আমাকে ওরা বাধ্য করেছে
সত্যি আমার মনটা ছিল খোলা পৃষ্ঠার মতো
তাতে কোনো কুকুর কোনোদিন পেচ্ছাপ করেনি
বা গোরুও গোবর ফেলে যায়নি
যা করেছে এই উন্নত জাতি করেছে
প্রেমিকা সেই পৃষ্ঠা হস্তমৈথুনের বীর্য্যে ভিজিয়েছে
সমাজটা সাদা পৃষ্ঠা লাল করতে শেখায়
ওরা আমাকে সত্যি খুব বাধ্য করেছে
~০~